কলকাতা: বেনামে ভুয়ো মামলা করে টাকা আদায়ের ছক। জিএসটি কর্তৃপক্ষের কাছ থেকে এভাবে আয়কর রিটার্ন বাবদ অর্থ আদায়ের একটি চক্র চলছে। যার হদিশ পেতে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি মহম্মদ নিজামউদ্দিন। ৩ অক্টোবর তদন্তের পরবর্তী রিপোর্ট হাইকোর্টে (Calcutta High Court) জমা পড়বে।
কলকাতা পুলিশ ও সিআইডির (CID) একটি রিপোর্ট এই প্রসঙ্গে সম্প্রতি কলকাতা হাইকোর্টে জমা পড়ে। সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট ঠিকানায় নথিবদ্ধ বহু সংস্থার হদিশ মেলেনি। অবিলম্বে ওইসব সংস্থার ডব্লিউবিজিএসটি ও সিজিএসটি রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করা হয়েছে। আদালতের নির্দেশ, এইসব সংস্থা কারা বানাল, অবিলম্বে তার হদিশ পেতে হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এজন্য সংশ্লিষ্ট সব সরকারি দফতর সহ যেসব আইনজীবীরা এমন মামলায় যুক্ত ছিলেন বা আছেন, তাদের সহযোগিতা করতে হবে বলে আদালত জানিয়েছে।
আরও পড়ুন: যাদবপুরের পর পূর্ব মেদিনীপুরের সিদ্ধিনাথ কলেজে রাগিংয়ের অভিযোগ
উল্লেখ্য, আয়কর বাবদ জমা দেওয়া অর্থ ফেরত না পাওয়ার অভিযোগে মামলার সুযোগ আছে হাইকোর্টে। কিন্তু, সেই সুযোগে ভুয়ো সংস্থা তৈরি করে, ভুয়ো জিএসটি বিল দেখিয়ে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্ত চলছে বলে মনে করে হাইকোর্ট। সেই সূত্রেই শুরু হয়েছে তদন্ত।