Saturday, July 5, 2025
HomeCurrent Newsঢেউ আটকাতে সল্টলেকে কন্টেনমেন্ট জোন 

ঢেউ আটকাতে সল্টলেকে কন্টেনমেন্ট জোন 

Follow Us :

করোনাকে ঠেকাতে মরিয়া এখন রাজ্য সরকার।  যার কারনেই রাজ্য জুড়ে চলছে কড়া বিধিনিষেধ । চলছে পাড়ায় পাড়ায় করোনার সতর্কতা। একইসঙ্গে কলকাতা পুরসভার উদ্যোগে কিছুদিন আগেই কার্যকরী হয়েছে বিভিন্ন কন্টেনমেন্ট জোনও।  এবার সেই ছবি ধরা পড়ল বৃহস্পতিবার সল্টলেকে। প্রশাসনের তরফে সল্টলেকের বি এফ ব্লককে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন কঙ্গনার ‘ইমারজেন্সি’ 

একই পরিবারের ৫ জন এবং অন্য একটি বাড়িতে একজন করোনা আক্রান্ত হওয়ায় এলাকাটিকে আপাতত মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। তার জেরেই আজ সেই এলাকা ঘিরে ফেলে যাতায়াত বন্ধ করে দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে আসেন বিধাননগর থানার ডিসি উমেশ গণপাত। এদিন তিনি  জানান বিধাননগর পৌরনিগমের পক্ষ থেকে গোটা এলাকা সানিটাইজ করা হবে । একইসঙ্গে এলাকার কয়েকজনের র‍্যাপিড টেস্টও করা হবে ।

আরও পড়ুন ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে জার্মানির সামনে এবার ইংল্যান্ড

প্রসঙ্গত, কিছুদিন ধরেই করোনার গ্রাফ রাজ্যে নিম্নমুখী ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা সামান্য ঊর্ধ্বমুখী । করোনা সংক্রমণের নিরিখে গত কয়েকদিনে কলকাতা ছিল তৃতীয় স্থানে। কিন্তু গত ২৪ ঘণ্টায় কলকাতা উঠে এসেসছে দ্বিতীয় স্থানে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত  ১৭৮ জন। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে সাধারণের ।এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৭,৩৬৩।

আরও পড়ুন নন্দীগ্রাম মামলায় বেঞ্চ বদলের আর্জি নিয়ে শুনানি শেষ, রায়দান স্থগিত

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39