নয়াদিল্লি: বেআইনি ভাবে হেনস্থা করার জন্য ইডি দিল্লিতে (ED Delhi Office) ডেকে পাঠিয়েছে বলে অভিযোগ আগেই করেছিলেন। সুপ্রিম কোর্টেও (Supreme Court) গিয়েছেন। এবার ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্পষ্ট মন্তব্য, ‘আইনের প্রতি আমার-আমাদের বিশ্বাস অটুট। কোনও চাপের কাছে মাথা নত করব না। হাই কোর্টের (Delhi High Court) রায়কে চ্যলেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছি। আইনের লড়াই চলবে।’
সোমবার কয়লা পাচার (Coal Scam) কাণ্ডে ইডি দফতরে হাজিরা দেন অভিষেক। প্রায় ন’ঘণ্টা জেরা হয়। কিন্তু কলকাতায় ইডির দফতর থাকার পরেও কেন দিল্লিতে ডেকে জেরা করা হচ্ছে তা নিয়ে প্রথম থেকেই সরব অভিষেক। এদিন হাজিরা দিলেও সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলাও করেছে অভিষেক। ইডি এভাবে কলকাতার বদলে দিল্লিতে ডেকে জিজ্ঞেসাবাদ করতে পারে কি না? এবং যাতে ভবিষ্যতে কলকাতাতেই জিজ্ঞেসাবাদ করা হয়। তা জানিয়েই আবেদন করা হয়েছে।
সোমবার দিল্লির ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেন, আইনত-সজ্ঞানে আমি কোনও অপরাধ করিনি। রাজনৈতিক ভাবে বিজেপি আমার এবং আমার দলের মোকাবিলা করতে পারছে না। তাই ইডি সিবিআইয়ের মতো সংস্থাকে কাজে লাগাচ্ছে। কলকাতায় ইডির একটি দফতর রয়েছে। সেখানে ডেকে জিজ্ঞেসাবাদ করা যেত। তা না করে শুধুমাত্র হেনস্থা করার জন্য এটা করা হচ্ছে। এই অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে আইনত লড়াই করছি। সুপ্রিম কোর্টে আইনের লড়াই শুরু করেছি। আমি শেষ দেখে ছাড়ব। আইনের প্রতি আমার বিশ্বাস-ভরসা আছে।
আরও পড়ুন- Coal Scam: কয়লা-গরু কেলেঙ্কারি আসলে স্বরাষ্ট্রমন্ত্রকের কেলেঙ্কারি, সুর চড়ালেন অভিষেক