মুম্বইয়ের বিরুদ্ধে লজ্জার হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলা। রবিবার রাঁচিতে বিজয় হাজারে ট্রফিতে তাদের দ্বিতীয় ম্যাচে মিজোরামকে ৯ উইকেটে হারালেন অভিমন্যু ঈশ্বরণ-রা। ৫০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে মিজোরাম মাত্র ২১.২ ওভারে ৫৭ রানে অল আউট হয়ে যায়। সেই রান বাংলা মাত্র ৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে তুলে নেয়। মুম্বইয়ের বিরুদ্ধে গতকাল, শনিবার বাংলা ১২১ রানে অল আউট হওয়ার পর, ৮ উইকেটে হেরেছিল।
মিজোরাম এদিন মাত্র ১৭ রানের মধ্যেই অর্ধেক ইনিংস হারিয়ে বসেছিল। মিজোরামের হয়ে চলতি মরসুমে খেলছেন বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটার শ্রীবৎস গোস্বামী। বাংলার বাঁ হাতি পেসার গীত পুরীর বলে শ্রীবৎস এদিন এলবি হন ব্যক্তিগত ৪ রানে। তরুওয়ার কোহলির নেতৃত্বে খেলা উত্তর পূর্ব ভারতের দল মিজোরামের মাত্র দু জন ব্যাটার দু অঙ্কের রান করেন-জোসেফ লালথানহুয়ামা (২১) ও অবিনাশ যাদব (১৪)। বাংলার স্পিনার প্রদীপ্ত প্রামাণিক ২ রান দিয়ে ৪ উইকেট দেন। দুই পেসার মুকেশ কুমার ও গীত পুরী যথাক্রমে ১১ রানে ২টি ও ১৫ রানে তিনটি উইকেট নেন। শাহবাজ নেন একটি উইকেট।
আরও পড়ুন-Cricket News: বিশ্বকাপ ফাইনালের আগে দুর্ঘটনায় পা ভাঙল তারকা ক্রিকেটারের, ছিটকে গেলেন ৩ মাস
জবাবে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামি (৪)-র উইকেট হারানোর পর ঋত্বিক চট্টোপাধ্যায় (২৬ অপরাজিত)) ও অগ্নিভ পান (২৫ অপরাজিত) দলের জয় নিশ্চিত করেন। এবারের বিজয় হাজারেতে বাংলার গ্রুপে আছে মুম্বই, মহারাষ্ট্র, রেলওয়েজ, মিজোরাম ও পুদুচেরি। বাংলার পরবর্তী ম্যাচ কলা, মঙ্গলবার মহারাষ্ট্রের বিরুদ্ধে।