Saturday, July 5, 2025
HomeদেশAmi Manjulika: রাজস্থান কাঁপছে ‘মঞ্জুলিকা’র ভয়ে! তাহলে কি..

Ami Manjulika: রাজস্থান কাঁপছে ‘মঞ্জুলিকা’র ভয়ে! তাহলে কি..

Follow Us :

জয়পুর: আমি মঞ্জুলিকা… মনে পড়ছে সেই বিখ্যাত বলিউড সিনেমা ‘ভুলভুলাইয়া’-তে বিদ্যা বালানের ডায়লগ? 

ধরুন আপনি আপন মনে আছেন, আর সামনে মঞ্জুলিকা দাঁড়িয়ে, আপনি কি করবেন? না, না আমি সিনেমার কথা বলছি না! এটা একাবারে খাঁটি বাস্তব। যেটা এখন প্রায়ই ঘটছে রাজস্থানের মানুষের সঙ্গে। একদমই কোনও গল্প কথা নয়, সত্যি সত্যি হাড়হিম করা ঘটনা। আচ্ছা ঠিক আছে, আর হেঁয়ালি না করে একটু খুলেই বলি…

রাজস্থানের ভরতপুরে লক্ষ্মী হাভেলি। তার চারপাশে মঞ্জুলিকা ঘুরে বেড়াচ্ছে। এরকমটা গত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। আর তাতেই লোকজন ভয়ে কাঁপছে। তাহলে সিনেমার মঞ্জুলিকা কি সত্যি বাস্তবেও আছে! সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। তবে এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন প্রিশা নামে এক মহিলা। প্রিশা টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে সেই মঞ্জুলিকাকে। তবে সবসময় নয় আচম্বিতে। সাদা বিছানার চাদর জড়িয়ে, পরচুলা পরে সে আচমকা সামনে এসে হাজির হচ্ছে। ভয়ে তখন অনেকেই রাম রাম বলে ফেলছেন আপন মনে। 

আরও পড়ুন: The Kashmir Files In Oscar : অস্কারে ‘দ্য কাশ্মীর ফাইলস’ 

তবে যখন সে বুঝিয়ে দিচ্ছে নিছক মজার উদ্দেশ্যেই সে ওই কাজ করছে, তখন মানুষের হাসি আর থামছে না। কখনও তিনি দৌড়ে এগিয়ে যাচ্ছেন। কখনও ভয়ঙ্কর সাজে। সেই কথাই এখন লোকের মুখে মুখে ফিরছে। আর টুইটের সেই ভিডিয়োতে ভিউজের সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বেড়েই চলেছে। এই ভিডিয়ো পোস্টের পর মানে মঞ্জুলিকাকে দেখে এক এক জনের অভিব্যক্তি এক এক রকম। কিন্তু, যেসব কমেন্ট সেখানে লেখা হচ্ছে তাতে হাসির রোল থামবে না। কেউ লিখছেন, যদি এমন হয় আমার সামনে এসে মঞ্জুলিকা দাঁড়ায়। তাতে আমার হার্ট অ্যাটাক হলে তার বিল কে দেবে? একজন লিখেছেন রাজস্থানে (Rajasthan) ((Rajasthan) ভরতপুরে (Bharatpur) ঘুরতে গিয়ে ওই হাভেলিতে ছিলাম। যেখানে মঞ্জুলিকা ঘুরে বেড়াচ্ছে। একজন মালয়ালম সিনেমার সঙ্গে ওই মঞ্জুলিকার মিল খুঁজে পেয়েছে। আরও কত কি! 

তবে যাই হোক, মেরে ঢোলনা গানে ভুলভুলাইয়া সিনেমায় বিদ্যা বালান যে অবয়ব নিয়ে দর্শকদের সামনে এসেছিলেন। সেরকমভাবে রাজস্থানের হাভেলি (Haveli) কাঁপাচ্ছে এখন মঞ্জুলিকা। খবর পড়ার পর ভয় না পেয়ে এটিকে মজার প্রাঙ্ক হিসেবেই ধরুন। জীবন অন্যরকম আনন্দে ভরে উঠতে পারে। দেখুন সেই ভিডিয়ো –

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39