Saturday, July 5, 2025
HomeদেশRail concessions: বিশেষ ভাবে সক্ষম-রোগী-পড়ুয়া ছাড়া এখনই কারও রেলের টিকিটে ছাড় নয়:...

Rail concessions: বিশেষ ভাবে সক্ষম-রোগী-পড়ুয়া ছাড়া এখনই কারও রেলের টিকিটে ছাড় নয়: মন্ত্রী

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: করোনা পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হয়েছে রেল। ফলে, এখনই বয়স্ক-সহ সমস্ত যাত্রীদের রেলের টিকিটে কোনও রকম ছাড় দেওয়া সম্ভব না। বুধবার লোকসভা (Lok Sabha) অধিবেশনে এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)।

বুধবার লোকসভায় অধিবেশনে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী রেল যাত্রায় ছাড়ের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে প্রশ্ন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। সেখানেই মন্ত্রী জানান, বিশেষ ভাবে সক্ষম- রোগী- পড়ুয়া ছাড়া  আপাতত বয়স্ক কিংবা বাকি কোনও যাত্রীদের রেলযাত্রায় কোনও রকম ছাড় দেওয়া হবে না।

কেন ছাড় দেওয়া হবে না সেই বিষয়েও বিস্তারিত জানান রেলমন্ত্রী। বলেন, ‘করোনার ( COVID-19) কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রেল চলাচল। শুধুমাত্র স্পেশাল ট্রেন চালানো হয়েছে। বিপুল ঘাটতি হয়েছে। ফলে এই পরিস্থিতিতে বয়স্ক বা বাকি সব যাত্রীদের রেলের টিকিট পরিষেবায় ছাড় দেওয়ার বিষয়টি আপাতত বন্ধ রাখা হচ্ছে।’ যদিও আবার কবে থেকে এই পরিষেবা চালু হবে সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি এদিন।

আরও পড়ুন- Children Vaccine: ছোটদের টিকা দেওয়া শুরু, দুই ডোজের ব্যবধান ২৮ দিন, নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের

তবে, বয়স্কদের ছাড় না দেওয়া হলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন রেলমন্ত্রক বেশ কিছু ক্ষেত্রে ছাড় বহাল রেখেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কথায়, বিশেষ ভাবে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্যে ছাড় বহাল থাকছে। এছাড়াও পড়ুয়া এবং রোগীরাও ছাড় পাবেন।

 

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39