Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMamata Banerjee: ভয় পেয়ে পালিয়ে গেল, বিধানসভায় বিজেপির ওয়াকআউট নিয়ে কটাক্ষ মমতার

Mamata Banerjee: ভয় পেয়ে পালিয়ে গেল, বিধানসভায় বিজেপির ওয়াকআউট নিয়ে কটাক্ষ মমতার

Follow Us :

কলকাতা: দুই কাউন্সিলরের (Panihati and Jhalda Councillor) মৃত্যুর ঘটনার দু’দিন পর বুধবার বিষয়টি নিয়ে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ মুখ্যমন্ত্রীর বিবৃতি চেয়ে এর আগে গত সোমবার বিধানসভা থেকে ওয়াক আউট করেছিল বিজেপি৷ অভিযোগ করে জানিয়েছিল, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই অবশিষ্ট নেই৷ সেই বিজেপি বিধায়করাই মমতার বক্তৃতা চলাকালীন এদিন বিধানসভার কক্ষ ত্যাগ করেন৷ কটাক্ষ করে মুখ্যমন্ত্রী তাই বলেন, ‘ওরা ভয় পেয়ে পালিয়ে গেল৷ আমি যদি গরু পাচার, বালি খাদান, পরিবহন সংক্রান্ত কেলেঙ্কারির কথা বলে দিই’৷

বিরোধীদের সব প্রশ্নের উত্তর দেবেন বলে রীতিমতো প্রস্তুতি হয়েই এদিন বিধানসভায় এসেছিলেন মমতা৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখছিলেন৷ বিভিন্ন ঘটনা তুলে ধরে বুঝিয়ে দেন, রাজ্যে কোনও ঘটনা ঘটলেই পুলিস-প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়৷ তাই বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য রাজ্যের তুলনায় অনেক ভালো৷ মমতা বলেন, ‘আমি যখন ইউপিতে গেছিলাম আমার সঙ্গে যা হয়েছিল কোনও ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? হয়নি৷ অথচ নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি৷’ গত রবিবার বাংলায় খুন হওয়া দুই কাউন্সিলরের মৃত্যুর তদন্ত নিয়ে মুখ খোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ রাজ্যের পুলিসমন্ত্রী বলেন, ‘এত বড় রাজ্যে দুটো ঘটনা ঘটেছে৷ কোনও ঘটনা না ঘটাই ভালো৷ যে দোষী তাদের শাস্তি হবেই৷ অনুপম ভালো ছেলে৷ মারা গিয়েছে৷ আর ঝালদার কাউন্সিলরের মৃত্যুর ঘটনায় একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷’

রাজ্যের পুলিসকে ঢালাও সার্টিফিকেট দেন মমতা৷ বলেন, ‘দু-একটা ঘটনা ঘটেছে বলে রাজ্যকে ক্রিমিনালদের হাতে ছেড়ে দিতে হবে? অসম, দিল্লি, ত্রিপুরার মানুষ বিচার পায় না৷ একমাত্র বিচার পায় বাংলা৷ দিল্লি পুলিস ভালো, বাংলার পুলিস কালো এটা আমি বিশ্বাস করি না৷ জনসংযোগ গড়ে তুলতে পুলিস একাধিক প্রকল্প হাতে নিয়েছে৷ পুলিসকে উৎসাহ দিতে আমরা ১ সেপ্টেম্বর পুলিস ডে পালন করি৷ মানুষকে শান্তি দিতে বারাকপুরে ৮টি নতুন থানা করতে হয়েছে৷’ তিনি ভালো ছেলে-মেয়েদের পুলিসে জয়েন করার আবেদন জানান৷ তবে সোশ্যাল মিডিয়ার যুগে বাকস্বাধীনতা ও গোপনীয়তা রক্ষা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, পুলিস ও সাংবাদিকদের কথা রেকর্ড করে ভাইরাল করে দেওয়া হচ্ছে৷ তাহলে কি কেউ কারও সঙ্গে কথা বলবে না? কিছু রাজ্য পেগাসাস কিনেছিল৷ তিনবছর আগে পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল আমার কাছে৷ মানুষের বাকস্বাধীনতার কথা ভেবে আমি কিনিনি৷ এখন সেই পেগাসাসের জন্যই আমার ফোন ট্যাপ করা হচ্ছে৷

আরও পড়ুন: Panihati Murder: অনুপম খুনে কালনা থেকে গ্রেফতার অমিতের পিসতুতো ভাই

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | মমতা-অভিষেকের আদৌ কি কোনও বিবাদ আছে?
56:44
Video thumbnail
Ranaghat | ভোটের আগেই মিঠুনের হাত ধরে তৃণমূল প্রার্থী মুকুটমণির স্ত্রী বিজেপিতে
03:15
Video thumbnail
Sera 10 | অন্ডালে অমিত শাহকে অভ্যর্থনা কয়লা মাফিয়ার !
19:19
Video thumbnail
Weather | কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়
01:04
Video thumbnail
Arvind Kejriwal | 'মোদি ভোটে জিতলে মমতাকে জেলে পাঠাবেন', জামিনে মুক্তির পরই বিজেপিকে তোপ কেজরির
02:01
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ৬) | তারকাদের কুর্সি-সভ্যতা
55:32
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ
02:14
Video thumbnail
Suvendu Adhikari | কেজরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে নিশানা বিরোধী দলনেতার
05:26
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | Dharmajuddha Damama | পঞ্চম দফার আগে ফের আরামবাগে প্রধানমন্ত্রী
11:38
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
17:17