ওয়েব ডেস্ক: প্রকৃতির রুদ্ররুপে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ (Himachal Pradesh)। প্রবল বৃষ্টির (Heavy Rainfall) জেরে রাজ্যের একাধিক জেলা কার্যত অচল হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় জারি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ, আপাতত এই দুর্যোগ থেকে মুক্তি মিলছে না। তাই এখন আশঙ্কায় দিন কাটাচ্ছেন হিমাচলবাসী।
উত্তর ভারতের এই দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬৩ জনের। বহু মানুষ এখনও নিখোঁজ। সবচেয়ে বিপর্যস্ত জেলা মন্ডি, যেখানে মৃতের সংখ্যা ১৭। পাশাপাশি কাংড়া জেলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এছাড়াও চম্বায় ৬ এবং শিমলায় ৫ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, কুল্লু, লাহুল-স্পিতি, সিরমৌর, সোলান এবং উনা থেকেও মৃত্যুর খবর মিলেছে।
আরও পড়ুন: ব্রহ্মোস আতঙ্কে বুক কেঁপেছিল পাকিস্তানের! স্বীকার শেহবাজের উপদেষ্টার
সূত্রের খবর, হিমাচলের এইও বন্যায় (Flood) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ডি জেলার থুনাগ এবং বগসায়েড় এলাকা। হড়পা বান ও ধসে (Landslide) চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারসগ এবং ধরমপুর। শুধু মন্ডি থেকেই নিখোঁজ হয়েছেন অন্তত ৪০ জন, এমনই দাবি স্থানীয়দের। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের মতে, এখন পর্যন্ত এই দুর্যোগে অন্তত ১০০ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ এবং নিখোঁজদের খোঁজে তল্লাশিতেই এখন জোর দেওয়া হচ্ছে, জানিয়েছেন দফতরের বিশেষ সচিব ডিসি রানা।
দেখুন ধসের ভিডিও:
शिमला : ढली के लिंडीधार में भारी लैंडस्लाइड – फोरलेन का डंगा गिरा – सैंकड़ों सेब के पेड़ दबे।
घर छोड़ भागे लोग, 5 घरों को खतरा।#Shimla #Dhali #Landslide #HimachalNews #DDNewsHimachal pic.twitter.com/dKaekscobU
— DD News Himachal (@DDNewsHimachal) July 3, 2025
প্রশাসনের একাধিক সূত্রে জানা গিয়েছে, কয়েকশো বাড়ি ইতিমধ্যেই ভেঙে পড়েছে। হড়পা বানে ভেসে গিয়েছে বহু বাড়িঘর। অন্তত ১৪টি সেতু বানের জলে ধ্বংস হয়ে গিয়েছে। প্রায় ৩০০ গবাদি পশুর মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে ৫০০-রও বেশি রাস্তা এখনও বন্ধ। কোথাও রাস্তাগুলি ধসে পড়েছে, কোথাও বা ভেসে গিয়েছে পুরোপুরি। বিদ্যুৎ সংযোগ ও পানীয় জলের পরিষেবা ব্যাহত হয়েছে বহু জেলায়।
দেখুন আরও খবর: