কলকাতাঃ বাংলায় নতুন রহস্য ট্যাবের টাকা গায়েব ঘটনা। লাফিয়ে লাফিয়ে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠছে ট্যাবের টাকা গায়েবের ঘটনা। প্রথমে জানা যায় ৮৪ জনের একাউণ্ট থেকে ট্যাবের টাকা গায়েব হয়, কিন্তু পরে দেখা যায় রাজ্যজুড়ে ৩০০-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়েছে। ঘটনার খবর সামনে আসার পরই তড়িঘড়ি সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় রিপোর্ট চায় রাজ্য স্কুল শিক্ষা দফতর। আর আজ সেই নিয়েই বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থ। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ করতে হবে বলে স্পষ্টত মিটিং থেকে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। আজ টানা ৪০ মিনিটেরও বেশি সময় ধরে মুখ্যসচিব বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও।
আরও পড়ুন: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল অস্থায়ী শিক্ষকের বিরুদ্ধে
রাজ্যের পক্ষ থেকে সরকারি স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনায় অগ্রগতির জন্য ট্যাব দেওয়া শুরু করেন। যদিও এর আগে রাজ্যের পক্ষ থেকে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরই ট্যাব দেওয়া হত। তবে এবছর থেকেই রাজ্যের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় একাদশ এবং দ্বাদশ দুই শ্রেণীর পড়ুয়াদেরই দেওয়া হবে ট্যাব।
সোমবারের মধ্যে জেলায় জেলায় রিপোর্ট চেয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। আর সেই রিপোর্টেই দেখা যায়, ৩০০-র বেশি পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়েছে। ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরই আজ বৈঠকের ডাক দেন মুখ্যসচিব। বৈঠকে মুখ্যসচিব স্পষ্টত জানিয়ে দেন, আগামী দিনে এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য সিস্টেমকে আরও উন্নত করতে হবে। জরুরি যা যা পদক্ষেপ গ্রহণ করা যায় তা করতে হবে। স্কুল শিক্ষা দফতরকে আজ এমনই নির্দেশ দিলেন মুখ্যসচিব।
দেখুন অন্য খবর: