কলকাতা: আটটি অবশ্য প্রয়োজনীয় ওষুধের দাম ৫০ শতাংশ বাড়াতে অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওষুধের দাম এত বৃদ্ধি পেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের পরিজনেরা অসুবিধার মুখে পড়বেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার সঙ্গে জীবনদায়ী ওষুধের দামবৃদ্ধি সাধারণ মানুষের কাছে বড় ধাক্কা বলে চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ওই চিঠিতে পশ্চিমবঙ্গের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যারা রোগীদের বিনামূল্যে শুশ্রুষার পরিষেবা দেয় ওষুধের দাম বাড়ার ফলে তাদের উপরেও সার্বিকভাবে আর্থিক বোঝা বাড়বে। উল্লেখ্য, দেশের ওষুধের মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম ৫০ শতাংশ বাড়িয়েছে। এই ওষুধগুলি যার বেশিরভাগই কম খরচে হাঁপানি, গ্লুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা, এবং মানসিক স্বাস্থ্যের রোগের জন্য গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনটি ঘটেছে কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে কিছু ওষুধের দাম বাড়ানোর অনুমতি দিতে বলছে। মূল উপাদানের খরচ, উৎপাদন, এবং মুদ্রা বিনিময় হার বেড়েছে। তাদের জন্য বর্তমান দামে এই ওষুধগুলি উৎপাদন এবং বিক্রি চালিয়ে যাওয়া কঠিন। কিছু কোম্পানি কিছু ওষুধ তৈরি বন্ধ করার অনুরোধও করেছে কারণ সেগুলি আর উৎপাদনে লাভজনক নয়।
আরও পড়ুন: মোদির ডিগ্রি নিয়ে মন্তব্য মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তিতে কেজরিওয়াল
দেখুন অন্য খবর: