skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollদিলীপ ঘোষকে ত্রিপুরায় বিশেষ কর্মসূচির দায়িত্ব দলের
Dilip Ghosh

দিলীপ ঘোষকে ত্রিপুরায় বিশেষ কর্মসূচির দায়িত্ব দলের

১৪ মাস পরে বিজেপির সাংগঠনিক দায়িত্ব পেলেন

Follow Us :

কলকাতা: বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ভিন রাজ্যের দায়িত্ব নেতৃত্বের। ১৪ মাস পরে সাংগঠনিক কাজে তাঁকে গুরুত্ব পদ্মের। ২০২৩ সালের জুলাই মাস থেকেই বিজেপিতে পদহীন দিলীপ ঘোষ। তখন সাংসদ থাকলেও এখন তা নন। সেই হিসেবে ১৪ মাস পরে বিজেপির সাংগঠনিক দায়িত্ব পেলেন। তবে বাংলায় নয়।

বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সেই অভিযানে ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই তাঁকে উত্তর পূর্বের ওই বিজেপি শাসিত রাজ্যে চলে যেতে হবে অভিযানে যোগ দিতে। লোকসভা ভোটে বাংলায় বিজেপির বিপর্যয়ের পর নেতৃত্বের একাংশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। সম্প্রতি দলের কাজে দিলীপ ঘোষকে নিয়মিত দেখা যাচ্ছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে দলের লাগাতার কর্মসূচিতে আসছেন তিনি। রাজ্য বিজেপির কোর কমিটিতে থাকলেও সেভাবে কোনও সাংগঠনিক পদ ছিল না তাঁর।

আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছকের অডিও কাণ্ডে গ্রেফতার এক

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular