দুর্গাপুরঃ রবিবার সাতসকালে দুর্গাপুরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে উড়ালপুরে ঝুলছে ট্রেলার! এমনই দৃশ্য রবিবাসরীয়র দিন সাক্ষী থাকলও দুর্গাপুরের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে। ঘটনায় গুরুতর আহত হন ট্রেলারের চালক ও খালাসি। তড়িঘড়ি তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠতে গেলে বাধে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে সেটি।
আরও পড়ুনঃ লোকাল ট্রেনের প্রতিটি কোচে বসছে টিভি! কী দেখানো হবে টিভিতে?
আচমকা ধাক্কা মারায় ট্রেলারের ইঞ্জিনটি ডিভাইডারের উপরে উঠে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ডিভাইডারের উপর বিপজ্জনক ভাবে আটকে থেকে ঝুলতে থাকে ট্রেলারটি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেলারটি ভর্তি থাকায় উড়ালপুলের নিচে পড়েনি। নইলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পাড়ত আজ। যদিও, উড়ালপুরে ট্রেলারটি ঝুলন্ত অবস্থায় থাকার দরুন, বেশ কিছু সময়ের জন্য জাতীয় সড়কে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দুর্গাপুর ট্র্যাফিক গার্ডের পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় ইঞ্জিনটিকে তোলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা যাচ্ছে, ট্রেলারটি বাঁকুড়ার দিক থেকে আসছিল। যদিও দুর্ঘটনাটির জন্য স্থানীয়রা দায়ী করছে প্রশাসনকেই। তাদের অভিযোগ উড়ালপুরের পরিকাঠামো ঠিক না হওয়ার দরুন একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
দেখুন অন্য খবর