ভুমিকম্পে (Earthquake) কাঁপলো উত্তরবঙ্গের একাধিক এলাকা। গোটা বঙ্গ জুড়ে যখন দাপট চালাচ্ছে বৃষ্টি। জলে ভাসছে বাংলার একাধিক এলাকা ঠিক তখনই ভূমিকম্প (Earthquake) অনুভূত হল উত্তরবঙ্গের একাধিক এলাকায়। রিক্তার স্কেল বলছে কম্পনের মাত্রা ৫.২। উৎসস্থল মেঘালয়। সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে এই ভূমিকম্প হয়। প্রায় ১৮ সেকেন্ড। তার জেরেই কেঁপে ওঠে বাংলার একাধিক জেলা।
ভূমিকম্পের তীব্রতা খুব একটা না হলেও, কম্পন অনুভব করতে পেরে বাড়ির বাইরে বেরিয়ে আসেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের বিস্তীর্ণ এলাকার লোকজন। আতঙ্কিত হন দুই দিনাজপুরেরও কিছু এলাকার বাসিন্দা। এরপরই ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন লোকজন। সেই সঙ্গে উলুধ্বনি এবং শঙ্খ বাজানো শুরু হয়।
আরও পড়ুন: কোভিড টিকা নিয়ে গবেষণা, নোবেল পেলেন দুই বিজ্ঞানী
উল্লেখ্য গত অগস্ট মাসেও বাংলায় ভূমিকম্প অনুভূত হয়। সে বার বাংলাদেশের সিলেটের কাছে ছিল উৎসস্থল ছিল। যার জেরে মৃদু ভাবে কেঁপে উঠেছিল কলকাতা। মৃদু কাঁপুনি অনুভূত হয় উত্তর ২৪ পরগনাতেও। সেবার কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার নীচে সেই ভূমিকম্প হয়।
দেখুন আরও খবর: