ওয়েবডেস্ক- দিল্লিতে (Delhi) সহ গোটা উত্তর ভারত (North India) জুড়ে দূষণ (Pollution) ভয়াবহ আকার নিয়েছে। চারিদিকে শুধুই ধোঁয়াশা। সূর্যের দেখা নেই, সেইসঙ্গে সঙ্গে পারদপতন। সব মিলিয়ে দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়ে দৃশ্যমানতা শূন্যে (Visibility zero) নেমেছে।
মঙ্গলবার ভোরে মথুরায় দিল্লি-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে (Delhi-Agra Yamuna Expressway) ভয়াবহ দুর্ঘটনা। ভোর সাড়ে ৪ টের দিকে এই ঘটনা ঘটে। সাতটি বাস ও তিনটি গাড়ির সংঘর্ষ, ধরে যায় আগুন। ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২৫ জন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পর পর ৭টি বাস, তিনটি গাড়ির মধ্যে মধ্যে সংঘর্ষ হয়। এর জনের চারজনের প্রাণহানির খবর মিলেছে। সংঘর্ষের ফলে একধিক বাস-গাড়ি উলটে যায়। বেশ বেশ কয়েকটি গাড়িটি আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। প্রথমে স্থানীয়রাই এই কাজে হাত লাগায়। দুর্ঘটণার জেরে রাস্তায় যাববাহন চলাচল থমকে গেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন- উত্তপ্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশ কর্মী
ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্তা শ্লোক কুমার জানান, ঘন কুয়াশার জেরে সাতটি বাস এবং তিন গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। চার জনের মৃত্যু হয়েছে। আহত ২৫। দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আসে দমকলের ১১টি ইঞ্জিন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আহতদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসা চলছে হাসপাতালে।
উল্লেখ্য, একদিকে ঠান্ডায় কুয়াশা সেই সঙ্গে দুষণের কারণে ধোঁয়াশা, সব মিলিয়ে বিপর্যস্ত রাজধানী। সোমবারও রাজধানীতে বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৪৫০-এর উপরে। এর প্রভাব পড়ছে বিমান ও ট্রেন চলাচলেও। ঘন কুয়াশার জেরে সোমবার সকালে দিল্লি-মুম্বই জাতীয় সড়কে কুড়ি গাড়ি দুর্ঘটনায় পড়ে। ওই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার যেন তার পুনরাবৃত্তি হল।দুর্ঘটনা এড়াতে দিল্লিবাসীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজনে ধীরে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর-







