নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্স (Olympics) থেকে বাতিল হওয়ার পরে রূপো জেতার দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছেন বিনেশ ফোগট (Vinesh Phogat)। তাঁর আবেদন গৃহীত হয়েছে। শুক্রবার শুনানি।
ইউনাইটেড ওয়র্ল্ড রেসলিংয়ের সভাপতি নেনাদ লালোভিচ বলেন, আমাদের সবার উচিত নিয়ম মানা। যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। বিনেশের জন্য আমারও খারাপ লাগছে। ওর ওজন সামান্য বেশি ছিল। কিন্তু, নিয়ম সবার জন্য সমান। সবার সামনে সব কিছু হয়েছে। সেখানে অন্য খেলোয়াড়েরাও ছিল। অনুমোদিত ওজন বজায় রাখতে ব্যর্থ একজনকে কী করে অনুমতি দেওয়া যায়? এভাবে পদক দেওয়ার কোনও নিয়ম নেই। ওজনের জন্য ও অন্য ক্যাটেগরিতে চলে যাচ্ছে। ভারতও আবেদন করেছে। কিন্তু, তাতে বদল হওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশ করলে খবর দিতে হবে প্রশাসনকে, প্রচার মৎস্যজীবী সংগঠনের
ভারত সরকার আইনজীবী হরিশ সালভেকে নিয়োগ করেছে। প্রথমে ঠিক ছিল বৃহস্পতিবার শুনানি হবে। কিন্তু আইনজীবী নিয়োগের কারণে দেরি হওয়ার কারণে শুক্রবার হবে শুনানি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে দুটি আবেদন করেছিলেন বিনেশ। একটি হচ্ছে তাঁকে ফাইনালে খেলতে দেওয়া হোক। সেই আবেদন বাতিল হয়েছে। দ্বিতীয় আবেদন হচ্ছে রূপো দেওয়া হোক তাঁকে। সেই আবেদনরে শুনানি হবে। উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন বিনেশ। কিন্তু ফাইনালের দিন সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকায় বাতিল করা হয়েছিল তাঁকে।
আরও খবর দেখুন