নয়াদিল্লি: আইসিসি (ICC) বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। কারণ সেখানে হবে মহিলা ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপ। অক্টোবরে ওই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই নিরাপত্তার বিষয়টিতে নজর রাখা হচ্ছে। এক আইসিসি বোর্ড সদস্য এই খবর জানিয়েছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০০ জনের বেশি যুবকের মৃত্যু হয়েছে। নেমেছে সেনা। জারি হয়েছে কার্ফু। বন্ধ ইন্টারনেট পরিষেবা।
আরও পড়ুন: এআইএফএফ টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফার হুঁশিয়ারি বাইচুংয়ের
উল্লেখ্য, মহিলা ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপে সবচেয়ে সফল অস্ট্রেলিয়া। তারা এখনও পর্যন্ত ছয়বার এই টুর্নামেন্ট জিতেছে। ভারতীয় দল বর্তমানে মহিলা এশিয়া কাপ খেলছে শ্রীলঙ্কায়।