রিয়া মাজী, : এবার নয়া আবেদন এক পুজো উদ্যোক্তার (Puja Entrepreneur) । পুজোর চাঁদা (Puja collection) না দিলেই করতে হবে দোষী সাব্যস্ত । হ্যাঁ ঠিকই পড়ছেন। দুর্গা পুজোর (Durga Puja) চাঁদা না দিলে মামলা করার আবেদন এবার এক পুজো উদ্যোক্তার। খাস কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) এর কাছে এই আবেদন জমে দিলেন সেই উদ্যোক্তা।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বুধবার, ১০ সেপ্টেম্বর সেই উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে, নগরপাল মনোজ ভর্মার (kolkata police commissioner Manoj Varma) উপস্থিতিতে, কলকাতা পুলিশের নেতৃত্বে সমস্ত পুজো কমিটিগুলির সঙ্গে ছিল এক বিশেষ বৈঠক।
সেই বৈঠক থেকেই দক্ষিণ কলকাতার গড়ফা থানা (Garfa Police Station) এলাকার নন্দীবাগান চত্বরের একটি পুজো কমিটির উদ্যোক্তা দাবি করে বসেন, সেই পুজো কমিটি এলাকার কেউ চাঁদা দিতে চাইছে না। চাঁদা চাইতে গেলেই বিরোধিতা করছে ওই এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর দাবি “সরকার পুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০হাজার টাকা করে দিচ্ছে, তার পরেও কেন চাঁদার দরকার!”
বুধবারের কলকাতা পুলিশের উদ্যোগে সেই বিশেষ বৈঠকে, গড়ফা থানা এলাকার সেই পুজো কমিটির মহিলা উদ্যোক্তা তাঁর ক্ষোভের কথা জানান পুলিশ কমিশনারকে। এবং অভিযোগ জানানোর সময় ওই মহিলা উদ্যোক্তা দাবি করে বসেন, যারা টাকা দিতে চাইছে না তাদের চিহ্নিত করা হোক। আর চিহ্নিত করার পর, তাদের বিরুদ্ধে মামলা রুজু করে দোষী সাব্যস্ত করা হোক।
আরও পড়ুন-কমিশনের শূন্যপদ পূরণে আধিকারিকদের নামের তালিকা পাঠাল নবান্ন
সেই মহিলা পুজো উদ্যোক্তার দাবি শুনে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা বলেন “চাঁদা দেওয়ার জন্য কাউকে জোর করা যায় না। এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়লে তা দেখা হবে।”
দেখুন আরও খবর-