ওয়েবডেস্ক- ঔরঙ্গাবাদ স্টেশন (Aurangabad Station) বলে আর কিছু থাকছে না। বদলে যাচ্ছে ঔরঙ্গাবাদ স্টেশনের নাম। শনিবার এমনটাই জানিয়েছে দক্ষিণ-মধ্য রেল। এবার থেকে এই স্টেশনের ছত্রপতি সম্ভাজিনগর (Chhatrapati Sambhajinagar) । ঔরঙ্গাবাদ এই নামের উৎপত্তি মুঘল সম্রাট আওরঙ্গজেবের (Mughal Emperor Aurangzeb) নামের সঙ্গে জড়িয়ে আছে। এই শহরেই আছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি। চলতি বছরেই ওই সমাধি অপসারণের দাবি তুলেছিল একাধিক হিন্দুত্ববাদী সংগঠন (Hindutva organization) । তার পর থেকেই শুরু হয় বিতর্ক। আগেই নাম বদলে হয়েছিল ছত্রপতি সম্ভাজিনগর।
২০২১ সালে উদ্ধব সরকারের আমল থেকেই নাম বদলের তোড়জোড় শুরু হয়। তবে সেই সময় জোট সঙ্গীদের বাধায় এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়ে ওঠেনি। ২০২৩ সালে একনাথ শিন্ডের শাসনকালে ঔরঙ্গাবাদের নাম বদলে হয় ছত্রপতি সম্ভাজিনগর। এবার এই স্টেশনের নাম বদল করার কথা ঘোষণা করল দক্ষিণ-মধ্য রেলওয়ে।
দক্ষিণ-মধ্য রেলওয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় এবং মহারাষ্ট্র সরকারের নির্দেশ অনুসারে এই পরিবর্তনের প্রক্রিয়া অক্টোবর মাসে কার্যকর হয়েছে। এবার থেকে রেলস্টেশনের সাইনবোর্ড, টিকিট, অনলাইন বুকিং প্ল্যাটফর্ম এবং সমস্ত অফিসিয়াল নথিতে এবার থেকে এই নতুন নাম ব্যবহৃত হবে। এই স্টেশনের নতুন কোড হবে সিপিএসএন (CPSN)।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত!
এই রেলওয়ে স্টেশনটি ভারতীয় রেলওয়ের দক্ষিণ মধ্য রেলওয়ে জোনের নান্দেদ বিভাগের অধীনে। মুম্বাই, দিল্লি, চেন্নাই, হায়দারাবাদ, অমৃতসর, ভোপাল, সেকেন্দ্রাবাদ, নান্দেদ, নিজামবাদ, নাগপুর, নাশিক, পুনে, সুরাট, পারভানি, আহমেদাবাদ, আহমেদনগর, গঙ্গাখেড়, পূর্ণা, উদগির, রায়চুর জংশন, কাডাপা ও লাতুর রোডের মতো প্রধান শহরগুলির সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করে
১৯০০ সালে ঔরঙ্গাবাদ স্টেশনটি খোলা হয়। হায়দরাবাদের সপ্তম নিজাম মীর ওসমান আলী খান এটি তৈরি করেছিলেন। ১৮৭৬ সালে ষষ্ঠ নিজাম মীর মাহবুব আলী খানের শাসনামলে এর কাজ শুরু হয়।
মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনকালে শহরটিকে সদর দফতর হিসেবে ব্যবহার করা হয়েছিল, তখন থেকেই এর নাম আওরঙ্গবাদ বা ঔরঙ্গাবাদ রাখা হয়।
দেখুন আরও খবর-







