কলকাতা: ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার আরজি কর কাণ্ডে প্রতিবাদে নবান্ন (Nabanna) অভিযান রয়েছে। সেদিনই ইউজিসি নেট পরীক্ষা। এই প্রেক্ষিতে নেট (Net) পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছতে যাতে সমস্যা না হয় তা নিশ্চিত করতে সক্রিয় পুলিশ (Police)। পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছতে সাহায্য করার জন্য রাস্তায় মোতায়েন থাকবে পুলিশ।
পুলিশের বক্তব্য, আমাদের আশঙ্কা, এই কর্মসূচির জন্য অসংখ্য নেট পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্র পৌঁছতে অসুবিধায় পড়বেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশ থাকবে। কোনও অসুবিধায় পড়লে পুলিশের সাহায্য নিন। আমরা নিশ্চিত করব যাতে পরীক্ষার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্র পৌঁছতে পারেন।
আরও পড়ুন: আরজিকর কাণ্ডে সন্দীপ-সহ একাধিক চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা
উল্লেখ, গত ১৮ জুন নেট পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হওয়ায় পর দিনই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়।
আরও খবর দেখুন