কলকাতা: ধর্মীয় ভাবাবেগে আঘাত (Emergency) নিষিদ্ধ করার ডাক গুরুদুয়ারা কমিটির (Gurdwara Committee)। ‘ইমার্জেন্সি’ নিয়ে বিপাকে সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’-র সভাপতি হরজিন্দর সিংহ ধামি ছবিটি নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শিখ সম্প্রদায়ের মানুষকে বিচ্ছিন্নতাকামী হিসেবে দেখানো হয়েছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। উপযুক্ত পদক্ষেপের জন্য আবেদন করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। অকাল তখতের প্রধান জ্ঞানী রঘবীর সিং আরও দাবি করেছেন যে, কঙ্গনা রানাওয়াত প্রায়ই শিখদের বিরুদ্ধে বিবৃতি দিলেও, সরকার তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করার অনুরোধ করেছেন ‘এমার্জেন্সি সিনেমার মাধ্যমে শিখদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া’র কারণে।
অন্য খবর দেখুন