ঘাটাল: পানীয় জলের (Drinking Water Problem) দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। জানা যায় প্রায় ছয় মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal Paschim Medinipur) ব্লকের শ্রীপুর গ্রামে পানীয় জলের সমস্যা। একে গরমের দহনজ্বালা অন্য দিকে জলকষ্ট। দুয়ে মিলে নাজেহাল গ্রামবাসীরা। দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। চরম সমস্যার মধ্যে রয়েছে গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন প্রশাসনে দারস্থ হয়ে মেটেনি সমস্যা। তাই জলসংকট থেকে মুক্তি পেতেই রাস্তার উপর হাড়ি, বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
আরও পড়ুন: কী কারণে আগুনে পুড়ে ছাই হলং বাংলো? জানুন আসল কারণ
গ্রামবাসীদের অভিযোগ, শ্রীপুর গ্রামে দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। জল সমস্যার বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। কিন্তু কোনও সুরাহা হয়নি। এমনকি সোমবারের মধ্যে জল সমস্যার সমাধান করে দেবে বলে জানিয়েছিল মনোহরপুর দুই গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘাঁটি। সোমবার কেটে গেলেও সমাধান হয়নি পানীয় জলের সমস্যা। বৃহস্পতিবার সকালে ঘাটাল রাণীচক গ্রামীণ পিচ রাস্তায় শ্রীপুর মনসাতলা এলাকায় রাস্তার উপরে বাঁশ, হাড়ি, বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের, জল সমস্যার সমাধান না হলে অবরোধ তুলবে না এমনটাই জানাচ্ছে গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘাটাল রাণীচক গ্রামীণ পিচ রাস্তায়।
অন্য খবর দেখুন