সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া(কোতুলপুর): নিম্নচাপের (Low Pressure) জেরে শনিবার থেকেই বাঁকুড়া (Bakura) জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি (Rain)। আর তাতেই সিঁদূরে মেঘ দেখছেন বাঁকুড়া জেলার চাষিরা। একদিকে মরসুমের শুরুতেই এই বৃষ্টিতে আলু সহ অন্যান্য রবি ফসলের ক্ষয়ক্ষতি অন্যদিকে জমি তৈরির পরেও ফসল চাষ পিছিয়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
চলতি বছর বর্ষায় ভারী বৃষ্টিতে এমনিতেই আমন চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বাঁকুড়া জেলায়। আলু সহ রবি ফসল চাষে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন জেলার অনেক চাষি।
আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপ ভারতের! জানুন আপডেট
কিন্তু রবি মরসুমের শুরুতেই বেশ বড় ধাক্কা। বাঁকুড়া জেলায় আমন ধান কাটার পর ইতিমধ্যেই কিছু জমিতে আলু সহ অন্যান্য রবি ফসল বুনে ফেলেছেন চাষিরারা। অধিকাংশ চাষি জমি তৈরি করে রেখে ফসল বোনার তোড়জোড় করছিলেন। তার মাঝেই নিম্নচাপের জেরে শনিবার থেকে জেলায় বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি।
চাষিদের দাবি যে সমস্ত জমিতে ফসল বোনা হয়ে গেছে সেই জমির বীজ এই বৃষ্টিতে নষ্ট হওয়ার যেমন আশঙ্কা রয়েছে তেমনই যে জমিগুলি ফসল বোনার জন্য তৈরি করা হয়েছিল এই বৃষ্টিতে সেই জমির জো নষ্ট হয়ে যাওয়ায় বীজ বপনের সময় পিছিয়ে যাবে। ফলে কিছুটা হলেও ধাক্কা খাবে উৎপাদন।
গত বছর রবি মরসুমের শুরুতেই নিম্নচাপের বৃষ্টিতে জমিতে বোনা আলু বীজ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় বহু ক্ষেত্রে দ্বিতীয় বার জমিতে আলু বীজ বপন করতে হয়েছিল। এবারও মরসুমের শুরুতে নিম্নচাপের বৃষ্টি শুরু হওয়ায় স্বাভাবিক ভাবেই সিঁদূরে মেঘ দেখতে শুরু করেছেন জেলার চাষিরা।
দেখুন অন্য খবর: