Saturday, November 1, 2025
HomeScrollআকাশ মেঘলা থাকবে, দক্ষিণ থেকে উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা
Rain Forecast In West Bengal

আকাশ মেঘলা থাকবে, দক্ষিণ থেকে উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রাজ্যের আকাশ জুড়ে শুক্রবার মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast In West Bengal)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (North Bengal Weather)।

বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিনভর আকাশ মেঘলা থাকলেও বিকেলের পর কিছুটা কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে সকাল থেকে আর্দ্রতার কারণে গুমোট ভাব বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়।

আরও পড়ুন: সিকিকে তুলোর মতো ঝরছে বরফ, দেখুন মন ভালো করা ভিডিও

দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। মেঘলা আবহে সূর্যের দেখা না মেলায় দিনের তাপমাত্রা কিছুটা নিচে নামবে, তবে রাতের দিকে বাড়বে হালকা শীতের আমেজ।

আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দেখুন আরও খবর: 

Read More

Latest News