Thursday, December 25, 2025
HomeScrollদেবগুরুর কৃপায় ২০২৬ সালে কোটিপতি হবে এই ৪ রাশি
Jupiter

দেবগুরুর কৃপায় ২০২৬ সালে কোটিপতি হবে এই ৪ রাশি

দেবগুরু বৃহস্পতির ২০২৬ সালে মোট তিনবার গোচর হবে

ওয়েবডেস্ক-  আর মাত্র কয়েকটা দিন, তার পরেই ২০২৬ কে (2026) স্বাগত জানাতে তৈরি আমরা। দেবগুরু বৃহস্পতিরা (Jupiter)  বিশেষ অবস্থানের জন্য চার রাশির (Zodiac Sign) উপরে ইতিবাচক প্রভাব পড়বে। দেবগুরু বৃহস্পতির ২০২৬ সালে মোট তিনবার গোচর হবে। বছরের শুরুতে মিথুন রাশিতে অবস্থান করবে, এর পরে ২ জুন মিথুনকে ত্যাগ করে নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবে। ৩১ অক্টোবর কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গোচর করবে। চার রাশির মধ্যে দেবগুরুর কর্কট রাশিতে অবস্থান সবচেয়ে ইতিবাচক। চার রাশি কোটিপতি (Millionaire)  হবে এই বছরে।

কর্কট রাশি– ২০২৬ সালে জুন মাসে বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবে। সাফল্যের চূড়ায় যাবে এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনে বড় সাফল্য, অপ্রত্যাশিত উন্নতির যোগ। পদোন্নতি, বেতন বাড়বে। এত দিনে আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন, মুনাফা বাড়বে। দাম্পত্য জীবনে মাধুর্য্য বাড়বে, অবিবাহিতদের বিয়ের যোগ। মিলতে পারে প্রেমের প্রস্তাব। নিজের পছনমতো জীবনসাথী নির্বাচন করতে পারবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে। এই বছরটা আপনাকে ইতিবাচক মনোভাব রাখতে হবে। ভ্রমণ হবে।

বৃশ্চিক রাশি– সুন্দর সময় আসবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য।  চাকুরীজীবী ও ব্যবসায়ীদের উন্নতির যোগ। প্রেম ও দাম্পত্য জীবনে জীবনসাথীর সমর্থন ও ভালোবাসা পাবেন। কর্মজীবনে কাজের প্রশংসা কুড়োবেন। আটকে থাকা সব কাজ এবার সহজেই সমাধান হবে। ভ্রমণের যোগ, স্বাস্থ্য ভালো যাবে।

মকর রাশি– বৃহস্পতির প্রভাবে সৌভাগ্য বৃদ্ধি। জীবনে অপ্রত্যাশিত সুযোগ। যারা চাকুরি খুঁজছেন তাদের নামী সংস্থায় কাজের সুযোগ। চাকুরিরতদের ভাগ্য সাথ দেবে, পদোন্নতি। বাড়বে বেতন। বিদেশ যাত্রার যোগ। ব্যবসায়ীরা মুনাফা দেখতে পাবেন। বিয়ের যোগ তৈরি হবে। সম্পত্তি বৃদ্ধি।

আরও পড়ুন-  ৩০ বছর পর মহাজাগতিক সংযোগ, মহাপঞ্চম যোগে ৪ রাশির অভূতপূর্ব সাফল্য

মীন রাশি– এই রাশির জাতক-জাতিকদের উপর সাড়ে সাতির প্রভাব থাকলেও সময় ভালো যাবে। জীবনের সুখ সুবিধা বাড়বে। সঞ্চয় বৃদ্ধি। বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় সম্প্রসারণ মুনাফা বৃদ্ধি। আটকে থাকার কাজগুলি ধীরে ধীরে গতি পাবে। সঠিক সিদ্ধান্ত ও ধৈর্য্য ধরে কাজ করলে দক্ষতার পরিচয় দিতে পারবেন এই জাতকেরা।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News