কলকাতা: এনডিএ জোট শরিকদের প্রতি দরাজ হল কেন্দ্রীয় সরকার। অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) এবং বিহারের (Bihar) জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বাজেট (Union Budget 2024) ভাষণে তিনি জানান, অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিহারে সড়ক যোগাযোগের জন্য ২৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বিহারে একটি নতুন বিমানবন্দর এবং মেডিক্যাল কলেজ করা হবে।
আরও পড়ুন: বাজেটে কৃষি খাতে বরাদ্দ ১.৫২ লক্ষ কোটি টাকা
বিহার এবং অন্ধ্রপ্রদেশ তাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছিল বড় শরিক বিজেপির কাছে। বিশেষ আর্থিক প্যাকেজ না দিলেও বিহারে জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশে টিডিপিকে সন্তুষ্ট রাখার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিছু বিশেষ ঘোষণা করলেন এদিন বাজেট ভাষণে। বাজেটের আগে অবশ্য কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জেডিইউ নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন, বিহারকে বিশেষ মর্যাদা দেওয়া সম্ভব নয়। জেডিইউ সাংসদ রামপ্রীত সিং কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন, বিহারকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে কি না। তার জবাবে অর্থ প্রতিমন্ত্রী জানিয়ে দেন, জাতীয় উন্নয়ন কাউন্সিলের বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী বিহারকে বিশেষ মর্যাদা দেওয়া সম্ভব নয়। এর জন্য কোনও রাজ্যকে কিছু শর্ত পালন করতে হয়। বিহার সেই সব শর্তের আওতায় পড়ে না। তাই এটা সম্ভব নয়। রবিবার সর্বদলীয় বৈঠকেও জেডিইউ নেতৃত্ব বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানান। তবে চন্দ্রবাবুর দল রবিবারের বৈঠকে চুপই ছিল বিশেষ মর্যাদার ইস্যুতে। বিহারে বন্যা নিয়ন্ত্রণেও বিশেষ জোর দেওয়া হবে বলে বাজেট ভাষণে জানানো হয়েছে। রাজনীতির কারবারিরা মনে করছেন, বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বাড়তি আর্থিক বরাদ্দ ঘোষণা করেই বিজেপি দুই শরিককে আপাতত খুশি রাখল।
অন্য খবর দেখুন