বর্ধমান: পাদানি ভেঙে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) বিপত্তি। বুধবার বন্দে ভারত এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরার পাদানি ভেঙে যাওয়ায়। এর জেরে প্রায় এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকল আপ হাওড়া–নিউ জলপাইগুড়ি (Howrah-New Jalpaiguri Vande Bharat Express) ট্রেন। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েছিল আপ হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই খবর। কী ভাবে ঘটল এমন ঘটনা? ট্রেন ছাড়ার সময় পরীক্ষা করেই বেরিয়ে আসে। কোনও গাফিলতি ছিল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: পারিবারিক বিবাদে সালিশি গুরুদ্বারে, জরিমানা হাইকোর্টের
রেল সূত্রে খবর, একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় বর্ধমান-রামপুরহাট লুপলাইনের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থে যান রেলকর্মীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে মেরামতির পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। মনে করা হচ্ছে এই ট্রেনটি প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগে। তার জন্যই একাধিক সিঁড়ি ভেঙে যায় বলে প্রাথমিক অনুমানে উঠে এসেছে। এমন ঘটনা কেন ঘটল? তা খতিয়ে দেখতে রেল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। আর উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে খবর। যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
আরও অন্য খবর দেখুন