Saturday, July 5, 2025
HomeScrollরাহুল বাদ, রাচীনদের থামাতে জোড়া অফস্পিনারে নামল ভারত
IND vs NZ

রাহুল বাদ, রাচীনদের থামাতে জোড়া অফস্পিনারে নামল ভারত

গৌতম গম্ভীর কি একটু লোক হাসিয়ে ফেললেন না?

Follow Us :

পুনে: গৌতম গম্ভীর (Gautam Gambhir) কি একটু লোক হাসিয়ে ফেললেন না? বুধবার সাংবাদিক বৈঠকে ভীষণ দাপটের সঙ্গে তিনি বলেছিলেন, প্রথম ১১ সোশ্যাল মিডিয়া নির্বাচন করে দেবে না, করবে টিম ম্যানেজমেন্টই। কে এল রাহলের (KL Rahul) পাশে দাঁড়াতে এই মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সকালে টসের সময় রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিলেন, রাহুল বাদ পড়েছেন, দলে ফিরেছেন শুভমান গিল।

অর্থাৎ সরফরাজ খানকে বসানোর ঝুঁকি নিতে চায়নি টিম ইন্ডিয়া। ১৫০ রানের ইনিংস খেলার পরের ম্যাচেই বসানো এমনিতেই সমালোচনার উদ্রেক করত। তার উপর সিরিজে ১-০ পিছিয়ে ভারত। রাহুল ফের ব্যর্থ হলে আর কেউ না হোক গম্ভীরের মুণ্ডপাত চলত সোশ্যাল মিডিয়ায়। এখন প্রশ্ন হল, রাহুলকে যদি বসানোই হল তাহলে গতকাল এত গরম গরম মন্তব্যের কারণ কী? এমন কোনও ক্রিকেটীয় কারণ নেই যার জেরে ম্যাচের দিনই রাহুল বা সরফরাজকে বেছে নিতে হবে। বরং ঘূর্ণি পিচে রাহুল এই দলের সেরা ব্যাটার।

আরও পড়ুন: আজ চ্যাম্পিয়ন্স লিগে বার্সা বনাম বায়ার্ন মহারণ

 

বোলিং বিভাগে দুটি পরিবর্তন হল। মহম্মদ সিরাজের জায়গায় আকাশ দীপ এলেন যা প্রত্যাশিত ছিলই। স্পিন বিভাগে কুলদীপ যাদবকে বসিয়ে খেলানো হল ওয়াশিংটন সুন্দরকে। অর্থাৎ এই ম্যাচে দুই অফস্পিনার এবং একজন বাঁ-হাতি স্পিনার দিয়ে আক্রমণ চালাবে ভারত। এর কারণ বোঝা যাচ্ছে। বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের সেরা দুই ব্যাটার রাচীন রবীন্দ্র ও ডেভন কনওয়ে বাঁ-হাতি, সেই সঙ্গে অধিনায়ক টম ল্যাথামও তাই। তাঁদের ঠেকাতেই জোড়া অফস্পিনারের আমদানি।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন অশ্বিন এবং সুন্দর। ল্যাথামকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন অশ্বিন। বুমরা এবং আকাশ দীপ সাকুল্যে সাত ওভার বল করলেন। বোঝাই যাচ্ছে, এ ম্যাচ স্পিনারদের, তবে পুরনো বলে রিভার্স সুইং করতে আসবেন বুমরা।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, আকাশ দীপ।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39