কলকাতা: লড়াইটা ছিল দুই শহরের মর্যাদার, শ্রেষ্ঠত্বের, কৌলিন্যের। এক বুক গর্ব নিয়ে ওল্ড ট্রাফোর্ড ছাড়লেন লিভারপুলের খেলোয়াড়রা। নিজেদের মাঠেই লজ্জায় মাথা হেঁট হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তারা হারল ৩-০ ফলাফলে। মর্যাদার লড়াই হেরে চাপে এরিক টেন হাগ। আর লিভারপুলের নতুন ম্যানেজার আর্নে স্লট ক্রমশ সমর্থকদের কাছের হয়ে উঠছেন।
এই একই ফলাফলে লিভারপুলের কাছে হারের পর চাকরি চলে গিয়েছিল দুই ম্যান ইউ কোচের। টেন হাগের উপরেও চাপ আছে। দলবদলের জানালায় যথেষ্ট অর্থ খরচ করেছে ক্লাব। নেহাত মরসুমের শুরু, এখনও গুছিয়ে উঠতে পারেননি। মাস দুই-তিন পরে হলে চাকরি যেতেও পারত।
আরও পড়ুন: ভারতীয় ড্রেসিংরুমে শেহবাগের কলার ধরেছিলেন জন রাইট! জানেন সেই ঘটনা?
Thank you for your brilliant support 🙌 pic.twitter.com/u69FLN86Jp
— Liverpool FC (@LFC) September 1, 2024
টেন হাগ অবশ্য মানতে নারাজ, যে তাঁর দল খুব খারাপ খেলেছে। তাঁর দাবি, সুযোগ দুই দলই তৈরি করেছে কিন্তু লিভারপুল কাজে লাগাতে পেরেছে আর ম্যান ইউ পারেনি। এটা ঠিক, লিভারপুলের তিনটি গোলই ম্যান ইউ খেলোয়াড়দের ভুলে হয়েছে। বিশেষ করে প্রথমার্ধে ক্যাসেমিরো অত্যন্ত খারাপ খেলেছিলেন। প্রথমার্ধের পর তাঁকে তুলে নিতে বাধ্য হন টেন হাগ।
এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগের দুই নম্বরে লিভারপুল। সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি কারণ তারা ৯টি গোল করেছে। লিভারপুল সাত গোল করেছে কিন্তু একটাও হজম করেনি। লিগে এখনও পর্যন্ত গোল না খাওয়া দল তারাই। রবিবার, জোড়া গোল করেন লুইস দিয়াজ। সেই দুটি গোলের পাস বাড়ানো ছাড়াও নিজে একটা গোল করেন মহম্মদ সালাহ।