Sunday, December 7, 2025
HomeScrollদক্ষিণ আফ্রিকার নাটকীয় জয়! ভারতের বিরুদ্ধে সাসপেন্সে ভরা ম্যাচ!
India vs South Africa

দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয়! ভারতের বিরুদ্ধে সাসপেন্সে ভরা ম্যাচ!

মাত্র চার বল বাকি থাকতে ৬ উইকেটে জয়লাভ করে ভারত

ওয়েব ডেস্ক: রাঁচিতে (Ranchi) টানটান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকা (South Africa) ভারতের বিরুদ্ধে মাত্র চার বল বাকি থাকতে ৬ উইকেটে জয়লাভ। এই জয়ে তারা সমতা ফিরিয়ে আনে তিন ম্যাচের সিরিজে। প্রথম ওয়ান ডে-তে অধিনায়ক তেম্বা বাভুমা এবং প্রধান স্পিনার কেশব মহারাজকে বিশ্রাম দিয়েছিল প্রোটিয়ারা। যদিও দ্বিতীয় ম্যাচে তাঁদের দলে ফিরে আসার সম্ভাবনা প্রবল। ভারতীয় দলে কোনও বড় পরিবর্তন না হলেও, কিছু প্লেয়িং অর্ডারে বিচক্ষণতা আনার আশা করা হচ্ছে।

আরও পড়ুন : চিনে বাড়ল কন্ডোমের দাম

কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটন দুর্দান্ত পারফর্মেন্স করলেও, বাভুমার দলে জায়গা পেতে তাদের একজনের জায়গায় পরিবর্তন আসতে পারে। ভারতীয় দলের ক্ষেত্রে, রুতুরাজ গায়কোয়াড় এবং ওয়াশিংটন সুন্দরের পারফর্মেন্স আলোচনায় রয়েছে। তবে দলে পরিবর্তনের ব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের আরও চিন্তাভাবনা প্রয়োজন। বিশাখাপত্তনমে সিরিজের শেষ ম্যাচে ফোকাস থাকবে হর্ষিত রানা এবং নান্দ্রে বার্গারের উপর, যারা নতুন বলে আগুন ঝরাতে প্রস্তুত।

দেখুন আরও খবর:

Read More

Latest News