বসিিরহাট: অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত শিশু মহিলা সহ শতাধিক। হাসপাতালে ভর্তি ৪০ জন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের শাঁড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে একটি শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। সেখানে দুপুরের খাবার খাওয়ার পর বেলা বাড়তেই উচ্চ তাপমাত্রা, বমি, পায়খানা শুরু হয় অনেকের। অসুস্থ হয়ে পড়ে শিশু থেকে মহিলা ও পুরুষও। প্রায় শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে বেশিরভাগ মহিলা রয়েছে।
এরপর শিশু সহ ৪০ জনকে শাঁড়াপুল নির্মাণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্রাদ্ধ বাড়ির খাবার খাওয়ার পরে বিষক্রিয়ার ফলে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। তবে ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: ফের বিজেপির গোষ্ঠীকোন্দল, মার বুথ সভাপতিকে
একদিকে তাদের স্যালাইন অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ চলছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: