Saturday, July 5, 2025
HomeCurrent NewsJagdeep Dhankhar: মিথ্যের সীমা অতিক্রম করেছেন রাজ্যপাল, জাগো বাংলায় ধনখড়কে চক্রান্তকারী বলে...

Jagdeep Dhankhar: মিথ্যের সীমা অতিক্রম করেছেন রাজ্যপাল, জাগো বাংলায় ধনখড়কে চক্রান্তকারী বলে কটাক্ষ

Follow Us :

কলকাতা: নজরুল মঞ্চ থেকে সুর চড়িয়েছিলেন নেত্রী৷ আর এবার দলীয় মুখপত্রে রাজ্যপাল জগদীপ ধনখড়কে চক্রাকারী বলে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস৷ সোমবার রাজ্য বাজেট অধিবেশনের উদ্বোধনের দিন ধনখড় আপ্রাণ চেষ্টা করেও সাংবিধানিক সংকট তৈরি করতে সফল হননি, সে কথাও মুখপত্রের সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে৷ একই সঙ্গে যে ভাবে রাজ্যপাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বৈঠক ডাকার জন্য চিঠি দিয়েছেন তারও তীব্র সমালোচনা করা হয়েছে৷

এ দিনের সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘মিথ্যের জাল বুনতে বুনতে সবসীমা অতিক্রম করছেন রাজ্যপাল৷ মুখপত্রে রাজ্যপালকে চক্রান্তকারী উল্লেখে করে লেখা হয়েছে, সেদিন বিজেপি বিধায়কদের কাছে অপমানিত হয়েছিলেন তৃণমূলের মহিলা বিধায়করা৷ আর রাজ্যপাল বলছেন, তৃণমূলের মহিলা বিধায়করাই নাকি, তাঁকে অপমান করেছিলেন৷ সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, যাঁরা সেদিন অপমানিত হলেন, তাঁরাই রাজ্যপালকে অপমান করেছেন বলে উল্লেখ করে চিঠি দিয়েছেন ধনখড়৷

উদ্বোধনের দিন বিজেপি বিধায়কদের ভূমিকা নিয়ে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস৷ সেই প্রেক্ষিতে মুখপত্রের সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে, রাজ্যপালের কাছে তৃণমূলের অভিযোগের কী হবে? এর উত্তরই বা কে দেবেন? পাশাপাশি, অধ্যক্ষের ভূমিকার উল্লেখ করে বলা হয়েছে, যেভাবে আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলের মহিলা বিধায়কদের রাজ্যপাল অপমান করেছেন, তার জবাব বাংলার মানুষ দেবেন৷

আরও পড়ুন- Russia-Ukraine Conflict: রাশিয়ান আগ্রাসন আটকান, বিশ্বের কাছে প্রেসিডেন্ট জেলেনস্কির স্ত্রী-র আবেদন

রাজ্য-রাজ্যপাল সংঘাত যে মিটবে না-মিটছে না, তা  দিনের আলোর মতই স্পষ্ট৷ দিন যত এগোচ্ছে, এক একটি আলাদা ইস্যুতে এই সমস্যা নতুন করে তৈরি হচ্ছে৷ কখনও রাজ্যের সাংবিধানিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যপাল৷ পাল্টা রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল৷ বিষয়টি এতটাই গুরুতর হয়েছে যে, সংসদে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছে তৃণমূল৷ আর এবার বাজেট অধিবেশন শুরুর প্রথম দিন থেকেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূমিকা নিয়ে সরব সরকার৷ রাজ্যপালকে চক্রান্তকারী বলেও আক্রমণ করল তারা৷

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39