বসিরহাট: অটো রুট নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। অটো রুট নিয়ে বচসা দুই অটো ইউনিয়নের। পুলিশ প্রশাসন আরটিওকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নামল অটো ইউনিয়নের অটোচালক। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ থেকে খুলনা পর্যন্ত এই রুটের প্রায় ৩০টি অটো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এ রাস্তাতেই রুটিরুজি তাঁদের। সম্প্রতি তা নিয়েই বচসা দুই অটো ইউনিয়নের। কে কোন রুটে অটো চালাবে দ্বন্দ্ব সেখানেই। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমে আন্দোলন বিক্ষোভে অটো চালকেরা।
অটো চালক থেকে শুরু করে অটো মালিকদের দাবি, সরকারিভাবে এই রুটে অটো চালানোর জন্য অনুমতি দেওয়া হয় তাঁদের। কিন্তু এই রুটেই প্রায় ৩০টি অটো চালাতে বাধা দেন অন্য অটো চালকেরা, বলে অভিযোগ। তারই প্রতিবাদে হাসনাবাদ থেকে সুন্দরবনগামী খুলনা পর্যন্ত অটো চালাতে পারছেন না। যার জেরেই সমস্যায় পড়তে হচ্ছে অটো চালকদের। তারই প্রতিবাদে সুন্দরবনগামী খাপুকুর এলাকায় রাস্তা উপর বসে অটো বন্ধ রেখে রাস্তা অবরোধ করল তৃণমূলেরই একটি অটো ইউনিয়ন। সরকারি নথিপত্র থাকা সত্ত্বেও তাঁরা কেন অটো চালাতে পারছেন না, এই নিয়ে রীতিমতো মুখে কুলুপ এটেছে হিঙ্গলগঞ্জ বিধায়ক দেবেশ মণ্ডল।
আরও পড়ুন: ভাইফোঁটায় মিলবে কম মেট্রো, জানুন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি
হাসনাবাদ অটো ইউনিয়নের সম্পাদক অসিত হালদার বলেন, সরকারি ছাড়পত্র থাকতেও এক বছর ধরে ৩০টি অটো এই রুটে চালাতে পারছে না। বারবার প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আজকে আমরা অটো রোড বন্ধ করে অবরোধ বিক্ষোভ করছি। পরিকল্পনা করে জীবন জীবিকা নষ্ট করে আমাদেরকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই দ্রুত এটা প্রশাসন সমাধান করুন।
দেখুন আরও অন্যান্য খবর: