ওয়াশিংটন: প্য়ালেস্তাইনের (Palestine) গাজা (Gaza) শহর যখন দখল নিয়েছে ইজরায়েল (Israel), তখন আগামিকাল, বুধবার মুখোমুখি বৈঠকে বসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese president Xi Jinping)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় তাঁদের বৈঠক হবে। এর আগে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং প্রতিযোগিতার লাগাম টানার বিষয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (APEC Summit) শীর্ষ সম্মেলনে যোগ দিতে সান ফ্রান্সিসকো সফর করছেন শি জিনপিং। এর ফাঁকে বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, দুই দেশের জটিল দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে মুখোমুখি বৈঠক ও কূটনীতির বিকল্প নেই, এমনটাই মনে করেন প্রেসিডেন্ট বাইডেন।
আরও পড়ুন: গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস, দাবি ইজরায়েলি মন্ত্রীর
জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি, যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্কের কিছু মৌলিক বিষয় নিয়ে দুই নেতার আলোচনা হতে পারে। এর মধ্যে পারস্পরিক যোগাযোগ শক্তিশালী করা, দায়িত্বশীল প্রতিযোগিতা এবং সংঘাতের দিকে এগিয়ে না নিয়ে যাওয়া নিয়ে কথা বলতে পারেন তাঁরা।
সুলিভান আশা প্রকাশ করে বলেন, এ বছর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন ও জিনপিং। আশা করা হচ্ছে, তাঁদের এই বৈঠক ফলপ্রসূ হবে। প্রসঙ্গত, এমন এক সময় বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির রাষ্ট্রনেতারা মুখোমুখি বসছেন, যখন বিশ্ব বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে। ইউক্রেনে যুদ্ধ চলছে বছর দেড়েকের বেশি সময় ধরে। এখন ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে মানবাধিকার পরিস্থিতি, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ রয়েছে।