মুর্শিদাবাদ: কলেজের ইউনিট প্রেসিডেন্টের হাতে আক্রান্ত ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC Inner Clash) রানীনগর ১ নম্বর ব্লকের ইসলামপুরে। মুর্শিদাবাদ (Mursidabad) আদর্শ মহাবিদ্যালয় (ইসলামপুর কলেজের) ইউনিট প্রেসিডেন্ট সাহিন শেখের হাতে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সহ সভাপতি জিয়াউর রহমান বিট্টু। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার নেতাজিপার্ক ময়দানে। ঘটনার পর থেকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় জিয়াউরকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাঁর বন্ধুরা। তবে সেখানে গিয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে কী নিয়ে এই গন্ডগোল, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক গণ্ডগোল নাকি, ব্যক্তিগত শত্রুতা তা নিয়েও তদন্ত চলছে।
আরও পড়ুন: ইডি হাজিরাতে ‘না’, দিল্লির ধরনায় যোগ দেবেন অভিষেক
এর আগেও একাধিকবার এমন গোষ্টীকোন্দলের খবর শোনা যায় রাজ্যের অন্যান্য কলেজে। এর জেরে বিপাকে পড়ে রাজ্যের শাসকদল। এমনকী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও গোষ্ঠীকোন্দল ঠিক করতে একাধিক পদক্ষেপ নেন। কিন্তু তাতেও থামানো যায়নি দলীয় দ্বন্দ্ব। এদিনের এই ঘটনায় নতু করে ফের শুরু হয়েছে বিতর্ক।
দেখুন আরও অন্য খবর: