কায়রো: কায়রোর (Cairo) কাছে ফ্যারাওয়ের (Pharaoh) সমাধি (Tomb) খুঁজে পেলেন ইজিপ্টোলজিস্টরা (প্রাচীন মিশর সম্পর্কে বিশেষজ্ঞদের বলা হয় ইজিপ্টোলজিস্ট)। তাঁরা বলছেন, সম্ভবত এখন পর্যন্ত আবিষ্কৃত সবথেকে প্রাচীন এবং সবথেকে সম্পূর্ণ মমি (Mummy) রয়েছে এই সমাধির মধ্যে। সম্প্রতি সাক্কারার (Saqqara) স্টেপ পিরামিডের (Step Pyramid) কাছে মিশরের (Egypt) পঞ্চম ও ষষ্ঠ রাজবংশের একাধিক সমাধি খুঁড়ে বের করেছিলেন ইজিপ্টোলজিস্টরা (Egyptologist)। দলের ডিরেক্টর জাহি হাওয়াস জানিয়েছেন, ১৫ মিটার গর্তের (Shaft) মতো একটি জায়গা থেকে ওইসব সমাধির মধ্যেই খুঁজে পাওয়া গিয়েছে ৪৩০০ বছর পুরনো মমিটি।
হেকাশেপেস নামে এক ব্যক্তির মমি সেটি। চুনাপাথরের তৈরি একটি সারকোফ্যাগাসের (Sarcophagus) (বড় বাক্স যার মধ্যে মমি শায়িত থাকে) মধ্যে এবং সিল করা ছিল চুন, বালি আর জলের মিশ্রণ দিয়ে। বিবৃতি দিয়ে মিশরের প্রাক্তন প্রাচীন শিল্পসামগ্রী বিষয়ক মন্ত্রী হাওয়াস বলেছেন, মিশরে খুঁজে পাওয়া মমিদের মধ্যে এটিই সবথেকে পুরনো এবং সম্পূর্ণ মমি হতে পারে।
আরও পড়ুন: South African Cheetah: ফেব্রুয়ারিতে ১২টি চিতা আসছে ভারতে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তি সম্পন্ন
খুঁজে পাওয়া অন্যান্য সমাধির মধ্যে রয়েছে খুমজেদেফের সমাধি। ইনি পঞ্চম রাজবংশের (Fifth Dynasty) শেষ ফ্যারাও। একাধারে আধিকারিকদের ইনস্পেক্টর, নোবেলদের সুপারভাইজার এবং উনাস শাসনে পুরোহিতও ছিলেন তিনি। তাঁর দৈনন্দিন জীবনের ছবি খোদাই করা ছিল সমাধিতে। আর একটি সমাধি মেরির, যিনি ছিলেন গোপন জিনিসপত্রের রক্ষক (Keeper of the Secrets) এবং প্রাসাদের মহান নেতার সহকারী। সমাধি ছাড়াও পাওয়া গিয়েছে বহু প্রাচীন মূর্তি। এর মধ্যে রয়েছে এক পুরুষ ও মহিলা ও তাঁদের বেশ কিছু ভৃত্যের মূর্তি।