নয়াদিল্লি: আদালতের (Court) নির্দেশ সত্ত্বেও বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে (Supreme Court) আদালত অবমাননার মামলা অসমের (Assam) ৪৭ জনের। আদালতের অনুমতি ছাড়া দেশের কোথাও কোনও নির্মাণ না ভাঙতে ১৭ সেপ্টেম্বর দেওয়া সুপ্রিম কোর্টের রায় অসমে লঙ্ঘিত হয়েছে। অভিযোগ মামলাকারীদের।
সরকারি রাস্তা, ফুটপাথ, রেলের জমি অথবা জলাভূমির ক্ষেত্রে ওই অন্তর্বর্তী নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়েছিল আদালত। স্থানীয় উপজাতি সম্প্রদায়ের জমি জবরদখল করে বাংলাদেশীদের বসত গড়ে ওঠার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ। অন্যদিকে অভিযোগকারীদের বক্তব্য, উপজাতি সম্প্রদায়সহ অন্যান্য পাট্টাদারদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে দশকের পর দশক তাঁরা সেখানে আছেন। উল্লেখ্য, কামরূপ মেট্রো জেলার সোনাপুর মৌজায় কাটচুটোলি পাথার এলাকায় চলা সরকারি অভিযান দিয়ে বিতর্ক।
আরও পড়ুন: হাইকোর্টের ‘সংখ্যাগুরু পরিণত হবে সংখ্যালঘুতে’-মন্তব্যকে অভূতপূর্ব অভিমত সুপ্রিম কোর্টের
আরও খবর দেখুন