ওয়েবডেস্ক- হিন্দুধর্মে (Hinduism) কুবের (Lord Kuber) হলেন ধন সম্পদের দেবতা (God of wealth)। যক্ষ নামন উপদেবতাদের রাজা। কুবের দেব যার প্রতি সহায় হন, তার অর্থকষ্টের অভাব কোনওদিন হয় না। একদিকে তিনি পৃথিবীর অন্যতম রক্ষাকর্তা আবার অপরদিকে বিভিন্ন ধর্মগ্রন্থে কুবেরকে বিভিন্ন ধরনের উপদেবতার অধিপতি ও বিশ্বের ধনাধ্যক্ষ হিসেবে বর্ণনা করে হয়েছে। এই চার রাশির (Zodiac Sign) প্রতি সব সময় সহায় কুবের, কোনওদিন অর্থকষ্টে ভুগবে না এই রাশির জাতক-জাতিকারা।
বৃষ: কুবেরের প্রিয় রাশি হল বৃষ রাশির জাতক জাতিকারা। সব সময় কুবেরের আশীর্বাদ পেয়ে থাকে তারা। কোনওদিন অর্থের অভাব ভোগ করে না তারা। এদের অর্থকরী ভাগ্য ভালো। চাকরি থেকে ব্যবসার সুনামের সঙ্গে অর্থ উপার্জন করে তারা।
কর্কট: কর্কট কুবের দেবের প্রিয় রাশি। এদের অর্থকরী ভাগ্য ভালো। কুবের দেবের কৃপায় এদের ধন সম্পত্তির অভাব হবে না। পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ করলে এদের অর্থভাগ্য আরও ভালো হবে। তবে এই রাশির জাতক-জাতিকারা খুব আবেগপ্রবণ, নিজের ভালোবাসার মানুষের জন্য এরা প্রচুর অর্থ ব্যয় করেন। এরা সমাজে প্রতিষ্ঠা পায়।
আরও পড়ুন- গুরু আর বুধের যুতিতে এই তিন রাশির জীবন ধন সম্পত্তিতে ভরে উঠবে
তুলা: তুলা রাশিকে কুবের দেবের প্রিয় রাশি। কুবের দেবের আশীর্বাদ সব সময় এদের মাথার উপর থাকে। এরা খুব সৌখিনভাবে থাকতে পছন্দ করে। সেই কারণে এদের ব্যয় বেশি হয়। তবে এরা জীবনে সুনাম, মান সম্মান নিয়ে খুব সুন্দরভাবে জীবন কাটায়। পরিবারের জন্য এই রাশির জাতক-জাতিকার অনেক কিছু করতে পারেন।
ধনু: ধনুও কুবের দেবের প্রিয় রাশি। কুবের দেবের আশীর্বাদ রয়েছে। এই রাশির জাতক-জাতিকারা খুব সৎ, পরিশ্রমী, কাজে উদ্যমী হয়ে থাকে। কর্মক্ষেত্রে খুব সুন্দরভাবে সফল হয়। চাকরি বা ব্যবসা যে কাজেই হাত দেয় সেখানে সফলতা লাভ করে। ভালো কাজের জন্য এরা সব সময় গুরুজনের আশীর্বাদ, ভালোবাসা পায়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।