ওয়েবডেস্ক- পাটনা সাহেব স্টেশন (Patna Sahib station) (PNC), বিহারের (Bihar) পাটনায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যা গুরু গোবিন্দ সিং-এর জন্মস্থান হওয়ায় শিখ তীর্থযাত্রীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে উন্নত যাত্রী সুবিধা যেমন ওয়েটিং রুম, রিজার্ভেশন, ওয়াইফাই, সিসিটিভি এবং স্থানীয় পরিবহন ব্যবস্থা রয়েছে। গুরু গোবিন্দ সিং (Guru Gobind Singh) এর মহারাজের ৩৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে যাত্রী পরিষেবায় বিশেষ সুবিধা দেবে পাটনা সাহেব স্টেশন। আগামী ১৯ ডিসেম্বর, অর্থাৎ থেকে ২০২৬ সালের ২ জানুয়ারি পর্যন্ত ১৩ জোড়া ট্রেন এই স্টেশনে দু মিনিটের জন্য থামবে।
আরও পড়ন- যাত্রীদের কথা ভেবে রিজার্ভেশন চার্টে বড় বদল রেলের!
এই ট্রেনগুলি হল-
- ১২৩৬১/১২৩৬২ আসানসোল-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-আসানসোল সাপ্তাহিক এক্সপ্রেস।
- ১২৩৩৩/১২৩৩৪ হাওড়া-প্রয়াগরাজ রামবাগ-হাওড়া বিভূতি এক্সপ্রেস।
২২২১৩/২২২১৪ শালিমার-পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস।
- 18449/18450 পুরী-পাটনা-পুরী বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস।
- 22948/22947 ভাগলপুর-সুরাত-ভাগলপুর সুপারফাস্ট এক্সপ্রেস।
- 13241/13242 বাঁকা-রাজেন্দ্র নগর টার্মিনাল-বাঙ্কা ইন্টারসিটি এক্সপ্রেস।
- 12303/12304 হাওড়া-নয়া দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস।
- 13331/13332 ধানবাদ-পাটনা-ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস।
- 13423/13424 ভাগলপুর-আজমের-ভাগলপুর সাপ্তাহিক এক্সপ্রেস।
- 22405/22406 ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনাল-ভাগলপুর গরীব রথ এক্সপ্রেস।
- 12327/12328 হাওড়া-দেরাদুন-হাওড়া উপাশনা এক্সপ্রেস।
- 12315/12316 কলকাতা-উদয়পুর সিটি-কলকাতা অনন্যা সাপ্তাহিক এক্সপ্রেস এবং
- 13229/13230 গোড্ডা-রাজেন্দ্র নগর টার্মিনাল-গোড্ডা সাপ্তাহিক এক্সপ্রেস দেখুন আর খবর-</li>







