skip to content
Tuesday, April 22, 2025
HomeCurrent News'অচ্ছে দিন' আর কোথায়?

‘অচ্ছে দিন’ আর কোথায়?

Follow Us :

বহুদিন ধরে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ‘অচ্ছে দিন’-এর কথা শোনা যায় না। ২০১৪ সালের আগে ও পরে প্রধানমন্ত্রীর মুখে খুব শোনা যেত এই শব্দবন্ধ। এখন উধাও। যে অচ্ছে দিনের স্বপ্ন মোদীজি দেখিয়ে ছিলেন, তা এখন ভেঙেচুরে একাকার হয়ে গিয়েছে। অচ্ছে দিন কেমন, তা আমরা টের পেয়েছি ২০১৬ সালে নোট বন্দির সময়। সারা দেশে মানুষের কী ভোগান্তিই না হয়েছে তখন। এটিএমের সামনে লম্বা লাইন, ব্যাঙ্কের কাউন্টারে লম্বা লাইন। অথচ কোথাও টাকা নেই। পাশাপাশি পুরোনো নোট জমা দেওয়ার জন্যও লাইন। রাতারাতি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নোট বাতিলের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী।
অচ্ছে দিন কাকে বলে, তা আমরা দেখলাম গত বছর করোনা পর্বে কোনও সময় না দিয়ে লকডাউন ঘোষণার পরে। কী অসহনীয় অবস্থাই না হল হাজার হাজার পরিযায়ী মানুষের। এক জেলা থেকে অন্য জেলায় মানুষ পৌঁছল হেঁটে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে বাড়ির পথে যেতে মানুষকে হাঁটতে বাধ্য হতে হল। রেলের লাইন বরাবর হাঁটতে গিয়ে দূরপাল্লার গাড়ির তলায় পড়ে মৃত্যু হল কতজনের। কতজন বাড়ি পর্যন্ত পৌঁছনোর আগেই রাস্তায় মুখ থুবড়ে পড়ল। আহা, কী অচ্ছে দিন।
অচ্ছে দিন আমরা দেখলাম করোনার দ্বিতীয় তরঙ্গের অভিঘাতে। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই। কত লোক অক্সিজেন না পেয়ে, বেড না পেয়ে মারা গেল, তার কোনও হিসেব নেই। অচ্ছে দিনই তো বটে।
সেই অচ্ছে দিনের বেলুন চুপসে গিয়েছে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্টে। দেশের সব মানুষকে খাদ্য সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা এবং লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে পিছিয়ে থাকার নিরিখে মোদীর ভারত প্রায় রেকর্ড করে ফেলেছে। জনস্বাস্থ্য, সর্বজনীন শিক্ষা, শিশুদের অপুষ্টি দূরীকরণ, বেকারত্ব প্রভৃতি সূচকে ভারতবর্ষ ক্রমেই পিছিয়ে পড়ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এমনকী বাংলাদেশের মতো ছোট দেশের থেকেও ওই সব সূচকে ভারত তালিকার অনেক নীচের দিকে। রাষ্ট্রপুঞ্জের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল বা স্থায়ী উন্নতির সূচকে গত বছরের তুলনায় ভারত দুই ধাপ পিছিয়ে গিয়েছে। গত বছর ভারত ছিল তালিকার ১১৫ নম্বরে। এবার ভারত ১১৭ তম স্থানে নেমেছে। দেশের সব মানুষকে খাদ্য সুরক্ষা দেওয়া ও লিঙ্গ বৈষম্য দূরীকরণের সূচকে ভারত অনেকটাই পিছিয়ে।
২০১৫ সালে সাসটেনেবল ডেভেলপমেন্ট প্রকল্প চালু করে। ২০৩০ সালের মধ্যে যাতে পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি আসে, তার জন্য মোট ১৭টি বিষয়কে চিহ্নিত করে রাষ্ট্রপুঞ্জ। তারা ওই ১৭টি বিষয় দূর করার জন্য দেশগুলোকে নানা পরিকল্পনা গ্রহণ করতে বলেছিল। সেই বিষয়গুলির মধ্যে রয়েছে দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ দূষণ রোধ, সকলের জন্য খাদ্য সুরক্ষা, উন্নত মানের শিক্ষা, লিঙ্গ বৈষম্য রোধ ইত্যাদি। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, ভারত খাদ্য সুরক্ষা ও লিঙ্গ বৈষম্য রোধের ক্ষেত্রে অত্যন্ত খারাপ ফল করেছে। এই রিপোর্টই বলে দিচ্ছে, মোদী সরকার শুধু ঢক্কা নিনাদেই ব্যস্ত। সরকারি প্রচারে সব কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোয় এই সরকারের জুড়ি নেই। কিন্তু সেই প্রচারের সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | 'স্কুলে ফিরুন' চাকরিহারাদের মমতার বার্তা
00:00
Video thumbnail
Mamata Banerjee | 'এই গরমে কেন বসে আছেন? স্কুলে যানমাইনে পাবেন!' চাকরিহারাদের আর কী বললেন মমতা?
00:00
Video thumbnail
Mamata Banerjee | চাকরিহারাদের কী বার্তা মমতার?
00:00
Video thumbnail
Sharad Pawar | Ajit Pawar | শরদ ও অজিত পাওয়ারের একান্ত বৈঠক, কোন সমীকরণে মহারাষ্ট্রের রাজনীতি?
00:00
Video thumbnail
Gold Price Today | Gold Price Hike | সোনার দাম ১ লাখ টাকার বেশি, আর কত বাড়বে?
00:00
Video thumbnail
Bratya Basu | কত জন যোগ্য? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী, দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
Bratya Basu | Press Meet | SSC | সাংবাদির বৈঠকে বিরাট মন্তব‍্য শিক্ষামন্ত্রীর
00:00
Video thumbnail
Bratya Basu | Press Meet | SSC | সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Bratya Basu | কোর্ট বললেই তালিকা রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করার বার্তা শিক্ষামন্ত্রীর
02:17:06
Video thumbnail
Mamata Banerjee Speech | মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, দেখুন সরাসরি
03:55:24