মুম্বই: বিগত কয়েক বছর ধরেই বক্স অফিসে সেভাবে পসার জমাতে পারেননি অক্ষয় কুমার (Akshay Kumar)। গত দুই-তিন বছরে ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘বচ্চন পান্ডে’, ‘রাম সেতু’-র মতো ছবিগুলো বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়া’ ছবিতেও সেভাবে লাভের মুখ দেখতে পাননি খিলাড়ি কুমার। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সরফিরা’। বক্স অফিসে এই ছবিও কার্যত অসফল। এমনই আবহে তাঁর কাছে নাকি আসছে একের পর এক মৃত্যু সংক্রান্ত মেসেজ।
জানা যাচ্ছে, অভিনেতার কাছে এমন বার্তাও আসছে যেখানে বলা হচ্ছে তিনি নাকি আর জীবিত নেই। এই প্রসঙ্গেই অক্ষয় কুমার এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, মানুষ মনে করছেন তিনি আর নেই। মানুষের মৃত্যুর পরে পরিবারকে যে ধরনের শোকবার্তা পাঠানো হয়, তাঁর কাছেও সেগুলি আসছে।
অক্ষয় জানিয়েছেন, বর্তমানে বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও, কাজ কোনও ভাবেই ছাড়া যাবে না। অভিনেতার কথায়, “যে যা খুশি বলুক। ঘুম থেকে উঠে, কাজ করতে হবে। কাজ হয়ে গেলে আবার ঘরে ফিরতে হবে। যেটুকু অর্থ উপার্জন করি, নিজের ক্ষমতায় করি। কারও থেকে কিছু চেয়ে করি না। আমাকে একেবারে শেষ করে না দিলে আমি কাজ করেই যাব।”
আরও পড়ুন: এবার তাসনিয়ার সঙ্গে জুটি বাঁধছেন দেব
শেষ অক্ষয়ের হিট সিনেমা ছিল ‘ওএমজি ২’। যা ২০২৩-এ অগাস্ট মাসে প্রেক্ষাগৃহে এসেছিল। টক্কর দিয়েছিল ‘গদর ২’-এর সঙ্গে। সুধা কোঙ্গারার ২০২০ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘সুরারাই পোট্রু’-র হিন্দি রিমেক অক্ষয় কুমার অভিনীত ‘সরফিরা’ (Sarfira)। এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন অভিনেতা। কিন্তু আশাপূরণ হয়নি খিলাড়ি কুমারের।
দেখুন বিনোদনের আরও খবর