কলকাতা: আরজি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh) অবস্থান সম্পর্কে অনেকদিন ধরেই আলোচনা চলছে। বহু মানুষের মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছিল, এই ঘটনায় অরিজিৎ সিং চুপ কেন? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা, পরিচালক, সঙ্গীতশিল্পীদের প্রতিবাদ মিছিলেও দেখা যায়নি অরিজিৎকে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
আরও পড়ুন: যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার অভিনেত্রীরা, একাধিক দাবিতে দিলেন চিঠি
সম্প্রতি এক্স হ্যান্ডলে লাইভে এসেছিলেন অরিজিৎ। সেখানেই সরাসরি তাঁকে বলতে শোনা যায়, “পথে নেমে গেলেই তো হল না। বিশৃঙ্খলা হলে মুশকিল। সবাই তো নামছে পথে। আমরা রয়েছি পাশে। হিতে বিপরীত হলে হবে না। কেউ যদি ভাবে সুযোগ নেবে, নিতে পারে। যারা রাগাচ্ছে, তোমরা তাদের কথায় রেগে যেও না। তারাও কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলছে।”
লাইভে অভয়াকে নিয়ে তাঁর লেখা গানও গেয়ে শোনান অরিজিৎ। আরজি করের নির্যাতিতাকে নিয়েও গানও গাইলেন গিটার বাজিয়ে। প্রশ্ন তুললেন, একটার পর একটা দিন কেটে যাচ্ছে, তাও কেন আসল দোষী আসছে না সামনে? সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে অরিজিতের সেই ভিডিও।
“একটা নেতাজির দরকার” #arijitsingh #arijitsinghsongs #arijitsinghsongs #voice #justice #protest #safety #womens #ArijitSingh many thanks to @Atmojoarjalojo pic.twitter.com/9ijM9P8gkv
— Rana Sarkar (@RanaSarkar) August 27, 2024
দেখুন বিনোদনের আরও খবর