skip to content
Wednesday, January 22, 2025
Homeবিনোদনবিয়ের পরদিনই হাসপাতালে পিয়া চক্রবর্তী, হঠাৎ কী হল তাঁর?

বিয়ের পরদিনই হাসপাতালে পিয়া চক্রবর্তী, হঠাৎ কী হল তাঁর?

গত ২৭ নভেম্বর আইনি বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং গায়িকা পিয়া চক্রবর্তী

Follow Us :

কলকাতা: সব জল্পনা উড়িয়ে অবশেষে চার হাত এক হল। সোমবার সন্ধ্যায় সাতপাকে বাঁধা পড়লেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhay) ও প্রিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। আর বিয়ের পরদিনই হাসপাতালে (Hospoital) ভর্তি হতে চলেছেন পরমব্রতর নববধূ পিয়া। জানা যাচ্ছে, শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চলেছেন তিনই। সোমবার বিয়ে করলেন, আর মঙ্গলবার হাসপাতালে! হঠাৎ কী হল তাঁর? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে টলি পাড়ায়।

আরও পড়ুন: সাতপাক ঘুরলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা

ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, পিয়া নাকি আগে থেকেই বেশ অসুস্থ ছিলেন। বিয়ের পরদিন, অর্থাৎ ২৮ নভেম্বর বিকেলে অস্ত্রোপচার হবে। সূত্রের খবর, তাঁর কিডনিতে পাথর হয়েছে। কিডনির পাথরটি অনেকদিন থেকে বেগ দিচ্ছিল। তাই নতুন জীবন শুরু করেই পথের এই পাথরটিকেও সরিয়ে ফেলতে চেয়েছেন পিয়া। এদিকে কিডনি স্টোন নিয়ে বিয়ে করতে গিয়ে তাঁর যথেষ্টই শারীরিক যন্ত্রণা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই কঠিন সময়ে পরমব্রত সবসময়ই পাশে আছেন তাঁর।

দেখুন আরও অন্য খবর

 

RELATED ARTICLES

Most Popular