Placeholder canvas
Homeবিনোদনসাতপাক ঘুরলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা

সাতপাক ঘুরলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা

বিয়ের রাতে সাবেক সাজে স্বর্ণদীপ্ত-অর্পিতা

Follow Us :

কলকাতা: সোমবার সকাল থেকেই টলিপাড়ায় পরমব্রত-পিয়ার বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছিল। কিন্তু এর মাঝেই কাঙ্খিত পরিণতি পেল আরও এক প্রেমের গল্প। এদিনই সাত পাক ঘুরলেন টেলি অভিনেতা (Actress) স্বর্ণদীপ্ত ঘোষ (Swarnadipto Ghosh)ও অর্পিতা মণ্ডল Arpita Mandal)। মালাবদল থেকে সিঁদুরদানের ছবি এসেছে প্রকাশ্যে।

বিয়েতে লাল বেনারসিতে সেজেছিলেন অর্পিতা। সঙ্গে সবুজ ব্লাউজ। একদম সাবেকি বাঙালি কনের সাজ।  গা ভর্তি সোনার গয়না, মাথায় শোলার মুকুট, চন্দন চর্চিত ললাটে খুব সুন্দর দেখাচ্ছিল অর্পিতাকে। অন্যদিকে ঘিয়ে রংয়ের তসরের পাঞ্জাবিতেই স্বর্ণ এন্ট্রি নিলেন শ্বশুরবাড়িতে। এসেই তাঁর মুখে একটাই কথা, ‘কই আমার বউটা কই’। এদিকে বিয়ের আসরে মালাবদলের আগেই চুমু বদল সারলেন নবদম্পতি। শুভদৃষ্টির পরেই ভালোবাসার মানুষের গালে আঁকলেন চুমু, যা দেখে তাজ্জব সকলেই।

আরও পড়ুন: টলিউডে ফের বিয়ের সানাই, কবে সাতপাক ঘুরছেন সৌরভ-দর্শনা

উল্লেখ্য, বিয়ের দুদিন আগে হয়েছে স্বর্ণদীপ্ত-অর্পিতার আংটি বদলের অনুষ্ঠান। সেখানেও ট্রাডিশনাল সাজেই দেখা গিয়েছে নবদম্পতিকে। বাগদানের অনুষ্ঠানে ছিল এলাহি আয়োজন। ছিল জমকালো এক সংগীতের রাত। যেখানে মঞ্চে উঠে পারফর্ম করেছে প্রত্যেকেই। তবে শাহরুখের সিনেমার ম্যাশ আপ গানে জনিয়ে নেচেছেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। আগামী ২৯ ডিসেম্বর হবে রিসেপশন। সেখানেও বর-বউকে সাবেক সাজেই দেখা যাবে এমনটাই খবর টলিউড সূত্রে।

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Recent Comments