Placeholder canvas
Homeবিনোদন'উরির' পর উর্দিতে ফের একবার পর্দায় ভিকি

‘উরির’ পর উর্দিতে ফের একবার পর্দায় ভিকি

‘উরির’ পর উর্দিতে ফের একবার পর্দায় ভিকি। দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন স্যাম মানেকশ। তাঁর সাহস, বীরত্ব নিয়ে আজও চর্চা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা বাহিনীর নেতৃত্ব দেন মানেকশ। তাঁকে সামনে রেখেই ছবির গল্প বুনেছেন মেঘনা গুলজার। আর্মির ক্যাপ্টেনের ভূমিকায় তিনি ভরসা করেছিলেন ভিকি কৌশলকে। ট্রেলার দেখেই দর্শকদের একাংশ দাবি করছেন, ১০০-য় ১০০ পেয়ে পাশ করেছেন ভিকি।

আরও পড়ুন:ডান চোখে আঘাত পেয়েছিলেন জিনাত

এক ফ্রেমে দুই অভিনেতা থাকলে একদিকে যেমন সেই ফ্রেম সম্পন্ন হয়, আবার অনেক সময় একে অপরকে ছাপিয়ে যান। ট্রেলারে ভিকির পরেই অপেক্ষাকৃত বেশি সময় পেয়েছেন ফাতিমা। তাঁর মেক আপ নজর কাড়ে। বাচনভঙ্গি থেকে শুরু করে দৃষ্টিশক্তি নিক্ষেপ, সহঅভিনেতার সঙ্গে অভিনয়ে বাস্তব মেশানোর জোর প্রতিযোগীতা করেছেন অভিনেত্রী।

দেখুন আরও খবর:

Colour Bar | শাহরুখ খানের জন্মদিনে কী কী হচ্ছে? দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments