Placeholder canvas
Homeবিনোদনডান চোখে আঘাত পেয়েছিলেন জিনাত

ডান চোখে আঘাত পেয়েছিলেন জিনাত

আজ থেকে চল্লিশ বছর আগে ডান চোখে আঘাত পেয়েছিলেন জিনাত। সেই থেকে টোসিসের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। যার জেরে ডান চোখ বন্ধ হয়ে আসছিল তাঁর। পরিস্থিতি এমন পর্যায়ে চলে এসেছিল যাতে তাঁর দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছিল। বহু চিকিৎসার পরেও সুস্থ হননি প্রবীণ এই অভিনেত্রী। ডাক্তাররা জানিয়েছিলেন, অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ। সম্প্রতি জিনাতকে চিকিৎসকরা জানান, আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন অস্ত্রোপচার সম্ভব। তাই শেষমেশ অস্ত্রোপচারই করাতে হল। অপারেশনরে পর তিনি অনেকটাই সুস্থ এখন।

আরও পড়ুন:দফায় দফায় জিজ্ঞাসাবাদে অসুস্থ ‘এলভিশ যাদব’

হাসপাতালে পৌঁছে খানিক আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তিনি জানান, হাত পা বরফ হয়ে গিয়েছিল এবং তাঁর শরীরে কাঁপুনিও দিচ্ছিল। তাঁর কথায়, ছেলে জাহান আমার কপালে চুমু খেলেন, আমাকে আশ্বস্ত করেন এবং আমাকে ও-টি তে নিয়ে যান। যেখানে আমি আমার মেডিকেল টিমের হাতে নিজেকে আত্মসমর্পণ করি। আমি এক ঘণ্টা পরে সেখান থেকে বেরিয়ে আসি। বুঝতে পারি আমি জীবিত, ভালো আছি। এবং চোখটা কেমন জলদস্যুদের মতো দেখতে লাগছে। তবে আমার দৃষ্টি এখন অনেক বেশি পরিষ্কার। তাই আমি খুশি।

দেখুন আরও খবর:

Colour Bar | শাহরুখ খানের জন্মদিনে কী কী হচ্ছে? দেখুন কালার বার

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments