Tuesday, July 8, 2025
Homeবিনোদনদফায় দফায় জিজ্ঞাসাবাদে অসুস্থ 'এলভিশ যাদব'

দফায় দফায় জিজ্ঞাসাবাদে অসুস্থ ‘এলভিশ যাদব’

Follow Us :

মুম্বই: সাপের বিষ (Snake Vemon) পাচার ও নয়ডা (Noida) চত্বরে রেভ পার্টির আয়োজন করার অভিযোগ ওঠে ‘বিগ বস ওটিটি’র বিজয়ী এলভিশ যাদবের নামে। এফআইআর দায়ের করা হয় জনপ্রিয় এই ইউটিউবারের নামে।

জানা গিয়েছে, তারপর থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলভিশকে। দিন কয়েক আগেই রাজস্থান পুলিশের হাতে পাকড়াও হন এলভিশ। প্রথমে স্রেফ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিলেও, সেখানেই নাকি নিষ্পত্তি হয়নি ঘটনার। মঙ্গলবার নয়ডার সেক্টর-২০ এর থানায় ফের ডেকে পাঠানো হয় তাঁকে। প্রায় টানা তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তার পর অসুস্থ হয়ে পড়েন এলভিশ।

আরও পড়ুন: কালীপুজোয় সহজে ‘ঘর’ সাজানোর টিপস 

প্রসঙ্গত, নয়ডা সেক্টর ৪৯-এ অভিযান চালানো হয়েছিল এবং অভিযান থেকে পাঁচ’টি কোবরা সাপ উদ্ধার হয়। অভিযানে আরও নয়’টি সাপকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে সাপের বিষও পাওয়া গিয়েছে বলে খবর। এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যে ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছিল, তাঁরা সোশ্যাল মিডিয়া তারকা এবং বিগ বস ওটিটি ২ বিজয়ী এলভিশের নাম নিয়েছিলেন।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39