কলকাতা: আতঙ্কের আবহ দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটে । হাড়হিম করা ঘটনায় ঘুম উড়েছে স্থানীয়দের। নিরাপত্তাকে কেন্দ্র করে উঠেছে বড় প্রশ্ন। ব্যবসায়ীকে রাতের বেলা ডেকে নিয়ে এসে কোপানোর অভিযোগ উঠল। অভিযোগের সঙ্গে জুড়ল রাজনীতি। স্থানীয় সূত্রে খবর মিলেছে, কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছেন।
সোমবার রাতের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিযোগ উঠেছে, রাতে গড়িয়াহাট-বালিগঞ্জ স্টেশন নিকটস্থ কাঁকুলিয়া রোডে ব্যবসায়ী রকি রাজবংশীর সঙ্গে কয়েকজনের বচসা হয়। সাময়িক ভাবে সমস্যাটা মিটলেও, ঘটনার রেশ গড়ায় বহুদূর। মাঝরাতে ওই ব্যবসায়ীকে গড়িয়াহাট মোড়ে ডেকে আনে কয়েকজন লোক। রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। রক্তে ভেসে যায় এলাকা।
আরও পড়ুন: কলকাতায় আকাশ মেঘলা, ৮ জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ
গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ব্যবসায়ী। তাঁর পরিবারের দাবি, অভিযুক্তরা ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাঁদের অভিযোগের ভিত্তিতে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের দাবি, এসব মদ খেয়ে দুদলের মধ্যের বচসা। পুলিশ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন কাউন্সিলর সুদর্শনা।
দেখুন আরও খবর: