কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগের কেস ডায়েরি(Case Diary) চাইল হাইকোর্ট (High Court)। এর জন্য নির্দেশ দিল পুলিশকে (Police)। আদালত সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি মামলারই কেস ডায়েরি চেয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ওই ২৬টি মামলায় শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে ওই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। ওই সব অভিযোগের নথি জমা দেওয়ার জন্য ৮ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত।
ওই মামলাগুলিতে দেওয়া অন্তর্বর্তী নির্দেশে শুভেন্দুকে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল তা বহাল রেখেছে আদালত। শুভেন্দুকে ওই রক্ষাকবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ২০২২ সালে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, দলবদল করার পরে তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ওলটপালট উত্তরপ্রদেশ! বিজেপি ছাড়বেন কেশব প্রসাদ মৌর্য? দেখুন কী হতে চলেছে
আরও খবর দেখুন