কলকাতা: জুনিয়র ডাক্তারদের ইমেল করে বুধবার বৈঠকে ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সল্টলেকের স্বাস্থ্য ভবনে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাজ্যের টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেখানে জুনিয়র ডাক্তারদের ৮ থেকে ১০ জনের প্রতিনিধি দল যেতে পারবেন বলে ইমেলে জানানো হয়েছে।
তবে জুনিয়র ডাক্তারের নিজেদের মতো করেই প্রতিনিধি দল নিয়ে যাবেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে, ২০ থেকে ২৫ জন জুনিয়র ডাক্তার স্বাস্থ্য ভবনে মুখ্যসচিবের বৈঠকে যাচ্ছেন। বাসে উঠেছেন জুনিয়র ডাক্তারেরা। কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দেবেন তাঁরা।
সূত্রের খবর, বৈঠকে যাওয়ার আগে স্বাস্হ্য ভবনের কনফারেন্স রুমে ডাক্তাররা নিজেদের মধ্যে ছোট্ট একটা বৈঠক করেন। ওই বৈঠকে কে কোন বিষয় নিয়ে কথা বলবেন, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। এই বৈঠকে টাক্স ফোর্সের প্রতিনিধিরা ছাড়াও রয়েছেন বেশ কিছু মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা রয়েছেন বলে সূত্রের খবর।