নয়া দিল্লি: এবার গোয়ার বিচে খোলামেলা পরিবেশে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে আন্তর্জাতিক সিনেমা দেখতে পারবেন দর্শকরা। এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ওপেন এয়ার বিচ স্ক্রিনিংয়ের’ (Open air Beach Screening) বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে, এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) সাধারণ মানুষ যে কোনও প্রান্ত থেকে এই আয়োজনে অংশ নিতে পারবেন। ভার্চুয়ালি অংশ নিতে আইএফএফআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান, সমাপ্তি অনুষ্ঠান, আলোচনাসভা, চলচ্চিত্র ব্যক্তিত্বদের কথোপকথন সবটাই সরাসরি অংশ নিতে পারবেন রেজিস্টার্ড দর্শকরা। রাত পোহালেই কাল, শনিবার ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। আগামী ২৮ তারিখ পর্যন্ত তা চলবে। একছাতার তলায় আসবেন দেশ, বিদেশের প্রথিতযশা চলচ্চিত্রকাররা।
এবার ২৮০টি দেশের (280 Country) চলচ্চিত্র দেখানো হবে। স্পেনের খ্যাতনামা চলচ্চিত্রকার কার্লোস সুইরো-কে (carlos sauro) সত্যজিত রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহৎসবের ছায়ায় উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় সিনেমার বিবর্তনকে তুলে ধরা হবে।
এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবের মতো ফিল্মবাজারের প্যাভিলয়ন হবে। মোট ৪২টি প্যাভিলয়ন (PAVILION) থাকবে। সেখানে সংরক্ষিত ক্লাসিক সিনেমাগুলির স্বত্ত্ব কিনে নেওয়ার সুযোগ থাকবে। রাজ্যগুলির ফিল্ম বিভাগও থাকবে। বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন প্রক্রিয়ায় রিচার্ড অ্যাটেনবরোর অস্কারজয়ী সিনেমা গান্ধী দেখানো হবে। মধুর ভাণ্ডারকরের ‘ইন্ডিয়া লকডাউন’ সিনেমা দেখানো হবে।
এবার স্পটলাইট দেশ হচ্ছে ফ্রান্স। সেখানকার ৮টি সিনেমা (CINEMA) দেখানো হবে। দিয়েটার বার্নারের পরিচালনায় অস্ট্রিয়ার সিনেমা আলমা অ্যান্ড অস্কার দিয়ে উদ্বোধন। ক্রেজিস্তফ জানুসির পারফেক্ট নাম্বার দিয়ে সমাপ্ত। এবার আইএফএফআই ও ফিল্মবাজারে বেশ কিছু নতুন বিষয় থাকছে। আশা পারেখের তিসরি মঞ্জিল, দোবদন, কাটিপতঙ্গ দেখানো হবে। হোমেজ বিভাগে ১৫টি ভারতীয় ও ৫টি বিদেশি সিনেমা দেখানো হবে। ২৬ তারিখে বসন্ত উৎসব ও ২৭ তারিখে গোয়া কার্নিভালের আয়োজন করা হয়েছে। এবারে সম্মান জানানো হবে ভারতরত্ন লতা মঙ্গেশকর, পণ্ডিত বিরজু মহারাজ, সুরকার বাপ্পী লাহিড়ি, সঙ্গীত শিল্পী কেকে-কে।
বেশ কিছু হিন্দি সিনেমার প্রিমিয়ারও হবে। অজয় দেবগান, তব্বুর দৃশ্যম টু, পরেশ রাওয়ালের স্টোরি টেলার, বরুণ ধাওয়ান, কৃতী শ্যাননের ভেদিয়ার মতো সিনেমা রয়েছে সেখানে। তেলেগু ছবি রায়মা, দীপ্তি নাভাল, কালকি কোয়চলিনের গোল্ড ফিশ, রণদীপ হুডা, ইলিয়ানা ডি ক্রুজের তেরা কেয়া হোগা লাভলির মতো মুক্তি পেতে চলা সিনেমার প্রিমিয়ারও হবে সেখানে।
IFFI Goa Seabeach: গোয়ার সৈকতে সিনেমা প্রদর্শন, ভার্চুয়ালি যোগ দিতে পারবেন দর্শকরাও
Follow Us :